বাংলার সম্মান

লিখেছেন লিখেছেন রাজপুত্র ২০ অক্টোবর, ২০১৪, ০২:২৯:০৮ রাত

মায়ের মুখে শুনতে পেতাম

ঘুম পাড়ানি গান,

তখন থেকে বুঝতে পারি

বাংলা আমার প্রাণ।

বাংলায় আমার প্রথম কথন

বাংলা আমার ভাব,

বাংলাতে তাই মিটিয়ে ফেলি

সকল প্রকার অভাব।

বাংলায় আমি হাসতে শিখেছি

শিখেছি ভাই কাঁদতে,

সবার মতন বলতে শিখেছি

বিশ্বটাকে জানতে।

বাংলায় আমার প্রথম চাওয়া

সবুজ রঙের শার্ট,

ভাষার জন্য রক্তে ভিজে

লাল হলো মাঠ-ঘাট।

তাইতো আমি গান ধরেছি

প্রভাত ফেরির গান,

আমার ভাইয়ের জন্য আজ

বাংলার সুউচ্চ সম্মান।।

বিষয়: বিবিধ

১২১৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276216
২০ অক্টোবর ২০১৪ রাত ০৪:৫৭
মামুন ইসলাম ৃন লিখেছেন : সুন্দর লেখনী ।

পোষ্টে পিলাচ
276237
২০ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪০
মোস্তফা সোহলে লিখেছেন : খুব সুন্দর অন্তমিল অনেক ভাল হয়েছে। ভাল থাকবেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File