ড.পিয়াস করিম মৃত্যু জয়ের দ্বারে...
লিখেছেন লিখেছেন রাজপুত্র ১৮ অক্টোবর, ২০১৪, ০১:২৩:৩৪ রাত
আমি ব্যক্তিগত ভাবে ড.পিয়াস স্যার কে চিনি না বললেই চলে। স্যার আমার টাইম লাইনে ২০১২ সাল থেকে টকশো এবং আর্টিকেলের স্পষ্টতা ও সত্যবাদিতার মাধ্যমে জায়গা করে নেয়। স্যার আপনি চলে যাওয়ায় বাংলাদেশ হতে আরো একজন সত্যবাদির সংখ্যা কমে গেল। সারা দিন অপ গনতন্ত দেখে দেখে ক্লান্ত হয়ে বাসায় ফিরে যখন টিভির পর্দায় আপনার সত্য আপোষহীন গনতন্ত চর্চা দেখতাম তখন খুব আবাক হতাম। মনে খুব সাহস ফিরে পেতাম...মনে মনে বলতাম, নাহ! এখনো ভালো মানুষ আছে। আমি দেখেছি আপনি সত্য বলায় আপনার উপর না না ধরণের হুমকি ও হামলা হয়েছে। তারপরও আপনি অসত্যের কাছে হার মানেন নি...... স্যার আপনাকে স্যালুট। এক ড.পিয়াস করিম পৃথিবী হতে চলে গেছে কিন্তু তাঁর রেখে যাওয়া আদর্শ পৃথিবী হতে চলে যাইনি। সত্যবাদীরা পৃথিবীকে থেকে কখনো হারিয়ে যাইনি আপনিও হারাবেন না...না...না। স্যার আপনি কোন চিন্তা করবেন না আমরা আপনার রেখে যাওয়া অসমাপ্ত কাজকে বাস্তবায়িত করবো ইনশা আল্লাহ। ছোট বেলায় ভাব-সম্প্রসারনে পড়ে ছিলাম কীর্তি মানে মৃত্যু নাই...... আপনারও মৃত্যু হবে না।
আপনার ছাত্র......
মুহাম্মদ ইকবাল জাভেদ
বিষয়: বিবিধ
১২৭০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন