জাতিয়তাবদীদের জন্যে সতর্ক সংকেত ?
লিখেছেন লিখেছেন মুসাফির মাহফুজ ০৯ জুলাই, ২০১৪, ০৪:৩৭:৪১ বিকাল
Nationalism এর ভিত্তিতে সারা পৃথিবীটাই খন্ড বিখন্ড হয়ে গেছে । একটি সৌর গ্রহের ভিতর শত শত দেশ ও জাতির জন্ম হয়েছে । বিংশ শতাব্দিতে এসে “জাতিয়তাবাদের” জন্ম থেকে যৌবন সবকিছুরই পুর্নতা । ভাষা,দেশ, অঞ্চল ও বর্নের ভিত্তিতে যে জাতিয়তাবাদের ইমারত গড়ে ওঠেছিল তা যে ছিল হাজারো দোষে দুষ্ট তার প্রমাণ এখন বর্তমান । Internationalism/ Globalization বর্তমান সময়ে জাতিয়তাবাদের মাথার উপরে যে কুঠার আঘাত হানছে তা পরিষ্কার । সত্য এইযে, একটি ভাংগা বা দুর্বল ফাউ্ন্ডশনের উপর ভিত করে বহুতল বিশিষ্ট ভবন দাড়িতে থাকতে পারেনা । সামান্য বাতাসই তার ধংব্ষ সাধনের জন্যে যথেষ্ট । জাতিয়তাবাদের বহুতল বিশিষ্ট ভবনগুলো যে ফাউন্ডেশন বিহীন দাড়িয়েছিল তার প্রমণ ই হল এই গ্লোবালাইজেশন প্রক্রিয়া । মানব জাতির সম্পর্ক যে কখনো সীমানা , ভাষা কিংবা কালার দ্বারা নির্ণয় করা যায়না তা আবারো প্রমাণ হতে যাচ্ছে । এই জাতিয়তাবাদের কারণে পৃথিবীতে কত রক্ত,কত জিবন ঝরল তার হিসাব করাটাই কঠিন । বর্তমান সময়ে আজও পৃথিবীর যত সমস্যা যত সংঘাত তার পিছনে দাড়িয়ে কলকাঠি নাড়ছে ঐ জাতিয়বাদী নেতা ও কর্মীরা । মানব সভ্যতা জাতিয়তাবাদের হাত থেকে বাচার জন্যে আজ “আন্তর্জাতিকতাবদা” বা মানবতাবাদ এর দিকে ক্রমক ঝুকছে ।
আমরা একথা বলছিনা যে বর্তমান আন্তর্জতিকতাবাদ যে মানবতার মুক্তির জন্যে যথেস্ট ,সেকথা বলা এখানে আমাদের উদ্দেশ্যও নয় বরং এতটুকুই বলতে চেয়েছি যে, যে জাতিয়তাবাদের উপর ভর করে ভারতীয় উপমহাদেশ সহ পৃথিবীর সকল দেশ ভাগ হল , তাদের নিজস্ব পরিচয় দাড় করাল সেই বিশ্বই এখন এক গ্রামের থিউরি হাজির করছে । ওপেন মার্কেট থিউরি দিচ্ছে । হতে পারে এ সবকিছুর পিছনে পুজিবাদী বা বর্জুয়া শ্রেণীর স্বর্থ জড়িত ।সব কিছু ছাড়িয়ে এই কথাটা ই সত্য যে জাতিয়তাবাদ এখন আর বিশ্বের মানুষ খাচ্ছে না ।
ইসলাম জাতিয়তাবাদের ভিত্তিকে সবার আগেই অস্বিকার করেছিল । যদিও পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশ এই জাতিয়তাবাদের ভিত্তিতে দাড়িয়ে আছে । জাতিয়তাবাদকে ইসলাম মৃত্যু সমতুল্য মনে করে । কুরআনতো পৃথিবীর সকল মানুষকে এক পিতা ও মাতার সন্তান বলেছে يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا- وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاً ( সুরা নিসা ) ,
মহান আল্লাহ জাতিয়তাবাদকে পদ দলিত করে ঘোষনা সুরা হুজরাতের ১৩ নং আয়াতে দিলেন সকল মানুষ্ ই এক ও অভিন্ন ।কোন গোত্র কিংবা জাতির ভিত্তিতে সম্মান নির্নিত হয় না , বরং সম্মান ও মর্যাদা নির্ভর করে আল্লাহর সাথে সম্পর্ক এর ভিত্তিতে । (
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا ۚ إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ (أَتْقَاكُمْ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ [٤٩:١٣)
পৃথিবীর মানুষ জাতিয়তাবাদের সংকির্ন মানষিকতা থেকে মুক্ত হওয়ার বিরাট আলামত হচ্ছে একবিশ্ব একগ্রাম থিউরি । গ্লোবালাইজেশন তারই এক সুত্রপাত ।
#mahfuz
বিষয়: বিবিধ
১১১১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজ যখন টেকনোলজী, ইন্টারন্যাশানাল অর্গানাইজেশান, আইসিসি, ন্যাটো ইত্যাদির শক্তি, সামর্থ্য ও পরিধি সারা বিশ্বময় পৌছেছে - নিয়ন্ত্রক শক্তি পুরো বিশ্বকে নিজের ছাতার নিচে নিয়ে যেতে চাইছে, ইন্টারমিডিয়ারী বডি গুলোকে নিউট্রালাইজ করতে চাইছে।
এটা এন্টি মুসলিম শক্তির কাজ হলেও - আলটিমেটলী মুসলিমদের জন্য কাজ সহজ করবে আগামীতে যখন ঈসা আঃ পৃথিবীতে পদার্পন করবে।
মন্তব্য করতে লগইন করুন