একুশ =/মুসাফির মাহফুজ/=

লিখেছেন লিখেছেন মুসাফির মাহফুজ ০২ জুন, ২০১৪, ০৬:০৬:৪৬ সকাল



একুশ মানে জীবন আনন্দে গান

একুশ মানে রক্ত দিয়ে মায়ের সম্মান

একুশ মানে বীর সাহসে জীবনের পথ চলা

একুশ মানে সত্তের জন্য নির্ভয় কথাবলা।

একুশ মানে ছোট্ট খুকুর প্রথম বলা মা

একুশ মানে জীবন নদীর প্রথম পঠশালা

একুশ মানে আমতলাতে জড়ো হয়ার দিন

একুশ মানে রক্ত,জীবন দিয়ে ভাষার সম্মান।

একুশ মানে জুলুমবাজের প্রতিরোধ করা

একুশ মানে আগ্নে-গিরির উত্তপ্ত লাভা

একুশ মানে বীর সেনানীর এগিয়ে যাওয়া দিন

একুশ মানে রক্তের লেখা কালিমার ঋণ

একুশ মানে এই তো নয়,ফুলের অপচয়

একুশ মানে কঙ্কর মূর্তির পায়ে সমর্পণ,

একুশ মানে নয়তো কোন মুখের সংলাপ

একুশ মানে হৃদয় দিয়ে ভালবাসার গান।

একুশ মানে খোদার কাছে দু-হাত তোলা গান

বীর শহীদের জন্য দিওগো জান্নাহ,

একুশ মানে ভাষার জনকের কাছে ফরিয়াদ

মোদের ভাষাকে রাখিও তুমি অম্লান।

21/02/14

7.01 am

বিষয়: সাহিত্য

১১৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File