আমাদের প্রিয় বিদ্রোহী কবি তোমার জন্মদিনে

লিখেছেন লিখেছেন মুসাফির মাহফুজ ২৫ মে, ২০১৪, ০৫:২৪:১৬ বিকাল



বিদ্রোহী তুমি

------------------

তুমি গেয়েছিলে সত্যের গান

ছুড়েছিলে সত্য বান,

তোমার জবানীতে শুনেছি মোরা

মানুষের জয়গান ।

তুমি বলেছিলে আমি বিদ্রোহী

আমি নইতো বদ্ধ খাচার পাখি ।

আমি মুক্ত মনে দিগন্ত জুড়ে

উড়ে বেড়াই পাখাম তুলে ।

তুমি ধারোনিকো কারো ধার

মানোনিকো কারো আইন

তুমি সর্ব সত্য গেয়েছিলে

এক আল্লাহ মহিয়ান ।

গগন-উতলে আজ বাজেনাকো

কোন বিদ্রোহী কাবির গান

যেথায় আজ পাখাম মেলেছে

ঐ আজাজিলের সন্তান ।

তোমার অপেক্ষায় কেটেছে সময়

শুনিনিকো তোমার আজান

চার বেলা নামাজ বিহানেও

কেউ বলেনি এশাতে স্থান।

ওহে বিদ্রোহী,

কোথা তোমার সে সমসীর

কোথা খালিদ ওমর আলী ওসমান

কোথা গজনি-মামুদ কালাপাহাড় চেংগিস খান্

কোথা বিপ্লবের বিদ্রোহী সে জয়ধ্বনি

কোথা লা-শারিক,এক আল্লাহর সে বানী

কোথায় লুকিয়েছ তোমার সেই মস্তক

যা সত্য ছাড়া কাউকে করেনা কুর্নিশ ।

কোথায় তোমার সই আগুন ঝরানো গান

কোথায় তোমার অগ্নিসম লেখনী বাণ।

কেন তুমি আজ ঘুমিয়ে আছ

ঐ মসজিদের ই পাশে,

যখন তোমার সমসেরে আজ

মরিচিকা ধরে গেছে ।

যখন উত্তল তরঙ্গে পরেছে যাত্রীরা

হারিয়ে গেছে সব নাবিক মাঝি মাল্লা,

কোথায় তোমার চার খলিফা

কেন তুমি বলছনা ওহে,

লা তাহযান,ইন্নাল্লাহা মায়ানা ।

আমি ভীরু,অন্ধ পথিক একা পথে

প্রহর গুনছি কখন তুমি ফিরবে,

কখন আবার শুনব তোমার সে আজান

আমি মুসলিম,আমি মহিয়ান ।

আমি জানি,তুমি আসবে

আসতেই হবে তোমায় ,

মানবতা আজ যে বিদ্ধস্ত ধরায় ।

কবি : মুসাফির মাহফুজ

বিষয়: বিবিধ

১৩৮৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226077
২৫ মে ২০১৪ বিকাল ০৫:৩০
নোমান২৯ লিখেছেন :





Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
ভাল্লাগছে । ভাইয়া । অসাধারণ ভাইয়া । Rose Rose Rose Rose
২৬ মে ২০১৪ সকাল ০৭:৫০
173272
মুসাফির মাহফুজ লিখেছেন : শুকরিয়া ভাইয়া
226138
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
ছিঁচকে চোর লিখেছেন : জন্মদিনে কবির জন্য শুভকামনা। হাজার বছর ধরে বাঁচার দরকার ছিলো তোমার। তুমি নাই তবে তোমার কৃর্তি রয়েছে জগৎ জুড়ে।
226157
২৫ মে ২০১৪ রাত ০৮:১১
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File