মাজহাবীয় সমস্যায় আমরা
লিখেছেন লিখেছেন মুসাফির মাহফুজ ২৫ মে, ২০১৪, ০৭:০১:১২ সকাল
আজ কোন ইসলামিক সমস্যায় পড়লে অর্থাৎ মাসয়ালা কেন্দ্রীক কোন বিষয় আসলে আমরা সরাসরী কয়েকজন প্রখ্যাত ইমামের কাছে চলে যাই । না আমরা দেখতে চাই পবিত্র কুরআন কি বলছে, আর কি বলছেন আমাদের প্রিয় আল্লাহর বার্তাবাহক । বরং অনেক সময় কুরআন ও হাদিসের চেয়েও ঐ ইমামদের মতকে শুধু গুরুত্ব ই নয়,বরং তা প্রতিষ্ঠা করতে গিয়ে জিহাদ করতেও পিছপা হচ্ছিনা ।
আমরা আজ তাদের অনুসরন করছিনা,যাদের অনুসরন ঐ ইমামগন করতেন ।ফলে আজ মুসলিম সমাজ নানা গ্রুপে,নানা মতে বিভক্ত হয়ে গেছে । তাই একটি জাতি হিসেবে আমরা মুখ থুবড়ে পড়ছি এই চলন্ত পৃথিবীতে ।
বিষয়: বিবিধ
১২০৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাযহাব সংক্রান্ত বিষয়ে আমরা উক্ত ৪ ইমামের কাছে চলে যাই, এটা আমাদের ব্যর্থতা। ঐসব ইমাম কখনোই বলেননি যে, আমার মত মানতে হবে। বরং তাঁরা বলেছেন, আমার ব্যাখ্যা যদি কখনো কুরআন - হাদিসের সাথে সাংঘর্ষিক মনে হয়, তবে আমারটা বাতিল করে দিবে।
দোয়া করবেন আমার জন্য। আমি এ ব্যাপারে একটা লেখার ইচ্ছা রাখি। যেন সকলের ভুল ধারণা দূর হয়ে যায়।
নুমান বিন সাবিত (রহ)আকিদা মাশাআল্লাহ অনেক উচু যা প্রচলিত হানাফিদের ধারের কাছেও নাই।
মন্তব্য করতে লগইন করুন