বিচারপতি তোমার বিচার করেব যারা...ও ইয়াবা সম্রাট বদি প্রসংগ!

লিখেছেন লিখেছেন ওয়াচডগ বিডি ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৪০:৩৮ সন্ধ্যা

অভিশংসন - উচ্চারণ করলে চাপায় কম্পন শুরু হয়। মনে হয় কোলকাতার বাংলা বলছি। খাঁটি গই গেরামের বাংলা বলা আমার এলাকার মানুষকে জিজ্ঞেস করলে শতকরা ৯৯.৯৯ জন বলতে পারবেনা শব্দটার অর্থ কি। ভয় হয় অনেকে না আবার প্রতিবেশী দেশের ফেন্সি ও ইয়াবার নতুন সংযোজন ভেবে চেখে দেয়ার ইচ্ছা লালন শুরু করে দেয়। আমাদের কথিত সাংসদের অবস্থাও তথৈবচ। তাদের সবাই যে ভাষার পান্ডিত্য নিয়ে বড় হয়েছেন এমন নয়। চুরি চামারি করে অঢেল অর্থের মালিক হলেও তাদের অনেকের গোঁড়া সেই গই গেরামেই। অথচ সেই অভিশংসনের মালিক হতে চলছেন এ সব যদু মধু রাম শ্যামের দল। আইন করে তাদের সে ক্ষমতা দেয়া হচ্ছে। শানেনজুল হচ্ছে, এখন হতে উচ্চ আদালতের বিচারকদেরও ফখরুল, খাইরুলদের মত সমাজচ্যুত করে জেল-হাজত অথবা গুমখুন করা যাবে। ক্ষমতা নামক সোনার হরিণের চিরস্থায়ী বন্দোবস্ত নিতে বিচারক ফ্রন্টে বঙ্গবন্ধুর চেতনা ইন-ফিউজ করাটা ছিল সময়ের ব্যাপার। সে কাজটাই করতে যাচ্ছেন দেবী ফণীমনসা। নারায়ণগঞ্জ সাত খুনের দায়ে মন্ত্রী জামাই ফেঁসে যাওয়ায় তিনি বেজায় নাখোশ। আর এ জন্য সরাসরি দায়ী করছেন উচ্চ আদালতের জনৈক বিচারককে। বলার অপেক্ষা রাখেনা দেশের যে কোন সরকারী প্রতিষ্ঠানের মত আমাদের নিম্ন-মধ্য-উচ্চ আদালতও আওয়ামী বিএনপি ক্যাম্পে বিভক্ত। তার চাকরি-ভুক্ত বিচারকদেরও বিবেচনা করা হয় দুই পরিবারের বেতন ভুক্ত কর্মচারী হিসাবে। রাজনীতিকে ওয়ান ওম্যান শো হিসাবে প্রতিষ্ঠা করার যে ’পবিত্র’ সংগ্রাম শুরু হয়েছে তারই অংশ হিসাবে আদলতেও শুরু হতে যাচ্ছে ক্লিন আপ অভিযান। ’বিচারপতি তোমার বিচার করবে কারা? - এখন আর অমীমাংসিত প্রশ্ন নয়, বরং ফয়সালা-কৃত দলিল। এখন হতে বিচারপতিদেরও বিচার হবে। এবং তা করবে কক্সবাজারের ইয়াবা ব্যবাসায়ী বদি, ফেনীর গডফাদার নিজাম উদ্দিন, জাতীয় লুটেরা মাহবুবুল আলম হানিফ, বনচোর সাজেদা চৌধুরির দল। কারণ ওরা সাংসদ। সাংসদদের স্থান ঠিক খোদার পরেই। খোদা বলতে এখানে গ্রহ-নক্ষত্রের কোথাও লুকিয়ো থাকা নিরাকার খোদাকে বুঝানো হচ্ছেনা। এ খোদার আকার আছে। আছে হাত, পা, মগজ এবং ঐতিহাসিক মুখ। এরা সবাই জনগণ কর্তৃক ’নির্বাচিত’। শতকতরা ৫ ভাগেরও কম জনগণের রায় নেয়া একদল ন্যাশনাল লুটেরা কাঁচি চালাবে বিচার বিভাগের উপর। ভাবতেই শিহরিত হচ্ছি।

ছোটবেলায় ’বাহানা’ নামের একটা উর্দু ছবি দেখেছিলাম। এ ছবির একজনের একটা ডায়ালগ ছিল ’আপসুস, ম্যায় আমরিকা মে পয়দা নেহি হোয়া’। আমার আপসুস একটাই, 'ম্যায় সাংসদ বন কর জনম নেহি নিয়া।' অভিশংসন ক্ষমতায় বলীয়ান ইয়াবা সম্রাট বদি... শুনতে অমিতাভ অমিতাভ ভাব চলে আসে। ধন্য বদির জীবন। ধন্য বাংলাদেশ!

বিষয়: বিবিধ

১২৮০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262439
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৪
কাজি সাকিব লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ যে সমাজে অনাচারই আচার হয়ে দাঁড়ায় তার অবস্থা এমন হতেই বাধ্য!
০৮ অক্টোবর ২০১৪ রাত ০৯:৪৫
216532
ওয়াচডগ বিডি লিখেছেন : আপনার ভালোলাগা প্রেরনা হয়ে থাকলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File