মা ও বাবা দিবস

লিখেছেন লিখেছেন ওয়াচডগ বিডি ১৫ জুন, ২০১৪, ০২:০১:২৭ রাত

মাদার্স ডে’কে কমপ্লিমেন্ট করার জন্য বিংশ শতাব্দীর প্রথমদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফাদার্স ডে’র উৎপত্তি। শুরুটা ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেইন শহরে। আমেরিকান সিভিল ওয়ার ভেটেরান উইলিয়াম জেকসন স্মার্টের কন্যা সনোরা স্মার্ট ডড ইয়াংম্যান ক্রিশ্চিয়ান এসোসিয়েশন (YMCA) হতে লঞ্চ করেন এই প্রকল্প। প্রথমে জনপ্রিয়তা না পেলেও আজকের বিশ্বের অনেক দেশে দিনটি ব্যাপক আয়োজনে পালন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এর অন্যতম। বাংলাদেশেও দিন দিন এর গ্রহণযোগ্যতা বাড়ছে। ব্যাপক ভাবে না হলেও দেশের সোস্যাল মিডিয়ায় দিনটার সিগ্নিফিকেনস চোখে পরার মত। উপলক্ষ বানিয়ে মা-বাবাকে ধন্যবাদ জানানোর সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতি নয়, সহজেই অনুমেয় এর আগমন পশ্চিম হতে। শিল্পোন্নত পশ্চিম দুনিয়ায় ১৮ বছর হলেই মা-বাবা যেমন সন্তানকে বাড়ি হতে বিদায় করে দেয়, পাশাপাশি সন্তানও বাড়ি ছাড়ার তাগাদা অনুভব করে। এভাবেই সৃষ্টি হয় দূরত্ব, যা পরিবারের সদস্যারা বাকি জীবনের কোনোদিনই অতিক্রম করতে পারেনা। তার কারণও বিভিন্ন; প্রথমত, অর্থনৈতিক স্বাধীনতা, দ্বিতীয়ত, ভাগ্য গড়ার অন্বেষণ, বিয়ে ও নিজস্ব সন্তানাদি নিয়ে জীবন যুদ্ধের বাস্তবতা। ১৮ বছর হতে মৃত্যু পর্যন্ত পশ্চিমাদের অনেকেই মা-বাবাকে দ্বিতীয় বারের মত দেখতে ফিরে যায়না আপন শহরে। মা-বাবা নিজেও প্রেম-ভালবাসার ভেলায় ভেসে চলে যায় এক বন্দর হতে অন্য বন্দরে। এভাবেই ফিকে হয়ে আসে মা-বাবার প্রতি সন্তানের চিরন্তন টান। মার্কিনিরা সময়মতোই আবিস্কার করেছিল মা/বাবা দিবস। ভুলে যাওয়া মা/বাবাকে ফুল, শুভেচছা কার্ড অথবা ফোন করে একদিনের জন্য হলেও মনে করিয়ে দেয় সন্তানের উপস্থিতি। রিটায়ারমেন্ট হাউসের অফুরন্ত অবসরে মার জন্য এটাই চরম ও একমাত্র পাওয়া। একই কথা প্রযোজ্য বাবাদের বেলায়। এসব স্মৃতি নিয়েই ওরা কবরে যায়।

মা-বাবার সাথে আমাদের সম্পর্কটা চীর জনমের। তাই ঘটা করে বিশেষ দিবস পালনের মাধ্যমে এই সম্পর্ক প্রকাশ করার প্রয়োজন আছে বলে মনে করিনা। প্রতিটা দিন আমাদের জন্য মা-বাবা দিবস। স্ত্রী/স্বামীদের চক্করে আটকে আমরা অনেক সময় ভুলে যাই মা-বাবা একটাই। এ সম্পর্ক কাগজের নয়, বরং নাড়ির, আত্মার ও রক্তের।

বিষয়: বিবিধ

১০০৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234923
১৫ জুন ২০১৪ রাত ০২:৩৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো পিলাচ
১৬ জুন ২০১৪ দুপুর ০৩:০৪
181970
ওয়াচডগ বিডি লিখেছেন : আপনার ভালো লাগা প্রেরনা হয়ে থাকলো
235437
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:৩৪
আহমদ মুসা লিখেছেন : শিল্পোন্নত পশ্চিমা দুনিয়ায় ১৮ বছর হলেই মা-বাবা যেমন সন্তানকে বাড়ি হতে বিদায় করে দেয়, পাশাপাশি সন্তানও বাড়ি ছাড়ার তাগাদা অনুভব করে। এভাবেই সৃষ্টি হয় দূরত্ব, যা পরিবারের সদস্যারা বাকি জীবনের কোনোদিনই অতিক্রম করতে পারেনা
পশ্চিমাদের এ রেওয়াজটি আমাদের মত ঐতিহ্যবাহী রক্ষণশীল এবং পারিবারিক সুন্দর বন্ধনযুক্ত প্রেমময় আনন্দ বেদনার পদ্ধতিতে ধীরে ধীরে গ্রাস করার লক্ষণ দেখা যাচ্ছে। বিগত দশ বছর আগেও কোনদিন শুনিনি বাংলাদেশের মত একটি দেশে বৃদ্ধাশ্রম নামের বয়স্ক পিতা মাতাদের জেলখানার প্রচলণ শুরু হয়েছে। অথচ তা আজ বাংলাদেশে বাস্তবতা। তাই পশ্চিমারা বিজ্ঞান প্রযুক্তি ও অর্থ বৃত্তে সমৃদ্ধ বলেই যে তাদের সব কিছুকে আমাদের অন্ধভাবে অনুসরণ করতে হবে সমর্থনযোগ্য নয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File