বিদ্রোহী দাবানল

লিখেছেন লিখেছেন কাঠপেনসিল ১৩ মে, ২০১৪, ০৮:৫০:৪৮ সকাল

যেখানে তুমি অন্যায়-অসত্য,

যেখানে তুমি উশৃংখল,

সেখানে আমি ধারাল মসি,

সেখানে আমি দাবানল।

তোমারে রহিব সহসা আমার,

তীক্ষ্ন অভয় লেখনীতে।

অথবা তোমারে নগ্ন করিব,

পথে-ঘাটে, সীমাহীন জনস্রোতে।

তোমারে হটাতে জন্ম দেবো,

দুর্জয় সাহসী বীর,

অশান্ত সে মাতৃগর্ভে,

অপেক্ষায় সে অধীর।

তোমারে থামাতে জাগাবো আবার,

সুচিন্তিত সেই বিবেক।

এতদিন যে ঘুমন্ত ছিল,

লুকায়িত ও নির্বাক।

ক্লান্তহীন আমি, ছুটে যাব,

তপ্ত মরুপ্রান্তরে।

বহমান আমি, বয়ে যাব,

যুগ থেকে যুগান্তরে।

ফিরবো আমি বারেবারে,

জন্ম থেকে জন্মান্তরে।

আমৃত্যু আমি, বেঁচে রব,

লোকমনে, লোকান্তরে।।

নির্ভীক কলম আমি, বিদ্রোহী দাবানল,

তোমারে রহিতে মগ্ন আমি, দুর্নিবার চিরকাল।

বিষয়: সাহিত্য

১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File