বৃষ্টি...
লিখেছেন লিখেছেন কাঠপেনসিল ১১ মে, ২০১৪, ০১:০৮:৪৩ দুপুর
এক পশলা বৃষ্টির প্রতীক্ষায় চেয়ে থাকতাম সারাটা দুপুর।
মেঘ দেখলেই দৌড়ে ছাদে যেতাম।
বৃষ্টি হতো না।
আকাশের কালো মেঘগুলোকে নিজের গভীরে আগলে রেখে নেমে যেতাম সেখান থেকে।
তবে অনেক চাওয়ার অনুরোধে বৃষ্টি হতো।
অথচ, আমি ভিজতে গেলেই থেমে যেত সে বৃষ্টি। ভেজা হতো না শীতল সেই বৃষ্টিতে।
আজ আমি বৃষ্টি চাইনি।
অথচ সকাল থেকেই কেন জানি আমার পুরো আকাশ জুড়ে কালো মেঘের ছায়া। ক্ষণে ক্ষণে ধেয়ে আসে দমকা হাওয়া।
আর, ঠিক গোধুলি বেলায় হঠাৎ এক ঝাপটা অনাকাঙ্ক্ষিত ঝড় এসে ভিজিয়ে গেল আমায়, আমার সাজানো আঙিনা আর আমার সাজানো কল্পশহর...
বিষয়: সাহিত্য
৯৪৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন