হুংকার সাইফুল ইসলাম মজুমদার

লিখেছেন লিখেছেন অন্ধকারের বাতি ০৫ নভেম্বর, ২০১৪, ০৯:১১:১২ রাত



হুংকার!

দিকে দিকে আজ শোনা যায় আজ

অত্যাচারের ঝংকার।

মোরা বন্দি, মোরা নয়তো আজ আর মুক্ত।

ঘুমুচ্ছি দিবা রাত্রি মোরা, মোদের যত হুংকার আজ সুপ্ত।

দেশে নেই আর কোন আইন,

অাদালত হতে রাজপথ,

অত্যাচারের মহাব্রত!

কে আজ দিবে ভরসা,

চারদিকে শুধু জ্বলছে অদৃশ্য এক হুতাশন।

প্রতিজ্ঞা করে নেমেছে তারা মাঠে,

শোষন করবে জাতীকে আমরন!!

বলছি তোদের শুনে রাখ কান খুলে,

কতকাল আর রাখবি মোদের কালোর মেলায়,

আশার কথা বলে??

করছি আজ প্রতিবাদ মোরা, করবো দেখিস লক্ষ বীরের সমাহার!

ওরে অত্যাচারি সরকার!

তোর মোহর মারা কর্ন হরিবে,

মানব জোয়ারের হুংকার!!

তোরা হয়েছিস আজ দেশের মোড়ল

খাচ্ছিস বসে জনতার মাথায় ভেঙ্গে কাঠাল।

তোরা ছেলে খেলা করে মারছিস জ্যন্ত মানুষ।

রঙে ঢঙে মনের আকাশে উড়াচ্ছিস

অবৈধ ইচ্ছের রঙ্গিন ফানুস।।

বিচারের নামে চলছে প্রহসন

বিচারের ফাঁক গলে বের হয় সন্ত্রাস সম্রাটরা!!

বিনাদোষে কারার অন্ধকারে নিক্ষিপ্ত হয়

সত্যের জ্যন্ত প্রতিক!!

ওরে তোরা শুনে রাখ তোদের সময় আর বেশী নাই,

বাধ ভাঙ্গা জনতা তোদের দিবে থুথু!!!

তোদের জন্য ধিক্!!!!!

তোরা ধ্বংশ!

তোরা নিপিড়নের অবিচ্ছেদ্য অংশ।

তোরা শয়তান!

তোদের বুকে নেই ঈমান!!

তোরা অন্ধকারে মানুষ মারিস,

তোরা চুড়ছিস এক অনিশ্চিৎ তীর!

তোরা চোরের মত মখ লুকিয়ে,

কুকুর দলকে হাড় শুকিয়ে,

শহর নগর কে নিল রঙের চাদর পরিয়ে

নিজেদের ঢাকবি কতদিন??

নত শিরে হাটবি তোরা,

মোখসের আড়ালে মুখ ঢাকবি তোরা!

অদৃশ্য দৈত্যের মত তোরা আজ দিচ্ছিস হুংকার!!

বেশী দেরি নেই শুনবি তোরা সত্য বানের ঝংকার!!

ওরে তোরা যাসনে ভুলে ইতিহাস!

তোরা কি দেখিস নি যারা ছিল নিরব ঘাতক,

তারা নিক্ষিপ্ত হয়েছিল আস্তাকুড়ে??

তোরা কি ভুলে গেছিস সিকিমের সেই চাপা কান্না??

আজ যদি তোরা না শুনিস তবে

প্রজন্ম তোদের করবে,

পরিহাস!!

কান খুলে বলছি শুনে রাখ,

বরফের পাহাড় যেমন রোদ্রের তাপে গলে গলে পড়ে,

ধুলো মলিন হয়ে যায় মরুর যাত্রি অভিশপ্ত ধুলি ঝড়ে।

অত্যাচারি শাসকের মাথা যেমন থাকে শুকনো গাছের মরা ডালের মত ণত!

তোরাও ঠিক তেমনি থাকবি চিরকাল!

তোদের মুখে আজ মোহর মারা,

জানি তোদের মুখে শুনবোনা কবু সত্যের শান্তি ধারা।

তবে শুনে রাখ পতন তোদের অতি সন্নিকটে,

ভূমিস্মাৎ হবে তোদের অহংকার!

তোরা কানে হাত দিয়ে থাকবি কতদিন??

তোদের অন্তর অতি সত্বর শুনবে,

তোদের অনিবার্য ধ্বংসের

বিকট হুংকার!!

(05/11/2014)

বিষয়: বিবিধ

১১৭০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281581
০৫ নভেম্বর ২০১৪ রাত ১০:৪৩
অনেক পথ বাকি লিখেছেন : ভূমিস্মাৎ হবে তোদের অহংকার! Rose Rose
281589
০৫ নভেম্বর ২০১৪ রাত ১১:৪৯
আফরা লিখেছেন : তবে শুনে রাখ পতন তোদের অতি সন্নিকটে,

ভূমিস্মাৎ হবে তোদের অহংকার!

তোরা কানে হাত দিয়ে থাকবি কতদিন??

তোদের অন্তর অতি সত্বর শুনবে,

তোদের অনিবার্য ধ্বংসের

বিকট হুংকার!

সে দিন খুব দুরে নয় । ইনশা আল্লাহ !
281740
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২২
অন্ধকারের বাতি লিখেছেন : ধন্যবাদ অফরা আপু, ও পথিক ভাই।
বিজয় আমাদের আসবেই ইনশাআল্লাহ!!
281743
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভাইৱ অন্ধকারের বাতি এইসব বাতি আর কুপি দিয়ে আর কাজ হবে না। আলোর মশাল নিয়ে মাঠে নামতে হবে। বাংলার জমিন থেকে দুর করতে অন্ধকারের কালো থাবা।

লেখা চমৎকার হয়েছে। Rose
281758
০৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:০৬
অন্ধকারের বাতি লিখেছেন : দারুন বলেছেন। নামটা চেঞ্জ করা দরকার। কিভাবে করবো তো জানি না। বা করা যায় কিনা??
ধন্যবাদ আপনাকে।।
জানাবেন মনের মানুষ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File