আ'লীগ ও তাদের বিখ্যাত উক্তিসমূহ এবং আমাদের অদৃশ্য চক্ষুরোগ
লিখেছেন লিখেছেন অন্ধকারের বাতি ২৮ আগস্ট, ২০১৪, ১২:৫২:৩৬ দুপুর
মনে পড়ে ২০০২ সালের কথা?? সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিলেন -"লাকুম দ্বীনুকুম অলিয়া দ্বীন....... বুখারী শরীফের
হাদিস"। আর তার ঠিক পাশেই বসে থাকা মতিয়া চৌ উঠে হাসিনার কানে কানে বলেছিলো -"ম্যাডাম ম্যাডাম এটা বুখারী শরীফের হাদিস নাতো, এটা দোয়ায়ে কুনুত"।
এবার আসেন ২০১৩-১৪ সালে, এখনকার সময়ে দাঁড়িয়েও আ'লীগের চাগ্লা তেনাগো এমন ধরনের উক্তি পাওয়া যায়। যেমন,
"আমি মুসলমানও নই আবার হিন্দুও নই" - সৈয়দ আশরাফ
"তথাকথিত আল্লাহর শাসন দিয়ে কিছু হবেনা" -সৈয়দ আশরাফ
"আগামীবার ক্ষমতায় আসলে রাষ্ট্রধর্ম ইসলামও তুলে দেব" -সুরঞ্জিত সেন
"আগামীতে ক্ষমতায় এলে ধর্মের ছায়াটুকুও মুছে ফেলা হবে" - সাজেদা চৌধুরী
"রাসুল(সাঃ)কে কটুক্তি করা স্বাভাবিক বিষয়, এটা নিয়ে হৈচৈ করা ঠিক নয়" - তথ্যমন্ত্রী ইনু
"২৫ বছরের মধ্যে বাংলাদেশে হিন্দু প্রধানমন্ত্রী চাই" -সজিব ওয়াজেদ জয়
"হেফাজতের দাবি মধ্যযুগীয় নিয়মের হয়ে যায় আর তাদের দাবি মানলে দেশ ২৫ বছর আগের সময়ে পিছিয়ে যাবে" - হানিফ
এই যখন আ'লীগের মুখের উক্তি তখন বাংলার মানুষ কিভাবে এদেরকে বারবার বিশ্বাস করে??? আমরা আর কত কাল
এভাবে জেনেশুনে বিষপান করবো??? নাকি চোঁখ থাকতে অন্ধ হয়ে থাকবো??
প্রশ্ন আপনাদের কাছে, উত্তর দিন!!!
বিষয়: বিবিধ
১৩৩৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এর চাইতেও বড় রোগ হলো, সত্রু-মিত্র বুঝি না এবং বোঝার চেষ্টাও করি না।
আরও সমস্যা হলো, নিজের সূদুরপ্রসারী স্বার্থ আসলে কিসে উদ্ধার হবে সেটাও আমরা চিন্তা করে দেখি না।
সুতরাং, ওলী আলগা আর তার ভক্ত-মুরিদান, আশেকিন, সালেহিন মুনাফেক্বিনরা এমন দুয়েকটা আধ্যাত্মিক উক্তি না দেয় তাহলে আর কেমন হলো!!!
মন্তব্য করতে লগইন করুন