আ'লীগ ও তাদের বিখ্যাত উক্তিসমূহ এবং আমাদের অদৃশ্য চক্ষুরোগ

লিখেছেন লিখেছেন অন্ধকারের বাতি ২৮ আগস্ট, ২০১৪, ১২:৫২:৩৬ দুপুর

মনে পড়ে ২০০২ সালের কথা?? সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিলেন -"লাকুম দ্বীনুকুম অলিয়া দ্বীন....... বুখারী শরীফের

হাদিস"। আর তার ঠিক পাশেই বসে থাকা মতিয়া চৌ উঠে হাসিনার কানে কানে বলেছিলো -"ম্যাডাম ম্যাডাম এটা বুখারী শরীফের হাদিস নাতো, এটা দোয়ায়ে কুনুত"।

এবার আসেন ২০১৩-১৪ সালে, এখনকার সময়ে দাঁড়িয়েও আ'লীগের চাগ্লা তেনাগো এমন ধরনের উক্তি পাওয়া যায়। যেমন,

"আমি মুসলমানও নই আবার হিন্দুও নই" - সৈয়দ আশরাফ

"তথাকথিত আল্লাহর শাসন দিয়ে কিছু হবেনা" -সৈয়দ আশরাফ

"আগামীবার ক্ষমতায় আসলে রাষ্ট্রধর্ম ইসলামও তুলে দেব" -সুরঞ্জিত সেন

"আগামীতে ক্ষমতায় এলে ধর্মের ছায়াটুকুও মুছে ফেলা হবে" - সাজেদা চৌধুরী

"রাসুল(সাঃ)কে কটুক্তি করা স্বাভাবিক বিষয়, এটা নিয়ে হৈচৈ করা ঠিক নয়" - তথ্যমন্ত্রী ইনু

"২৫ বছরের মধ্যে বাংলাদেশে হিন্দু প্রধানমন্ত্রী চাই" -সজিব ওয়াজেদ জয়

"হেফাজতের দাবি মধ্যযুগীয় নিয়মের হয়ে যায় আর তাদের দাবি মানলে দেশ ২৫ বছর আগের সময়ে পিছিয়ে যাবে" - হানিফ

এই যখন আ'লীগের মুখের উক্তি তখন বাংলার মানুষ কিভাবে এদেরকে বারবার বিশ্বাস করে??? আমরা আর কত কাল

এভাবে জেনেশুনে বিষপান করবো??? নাকি চোঁখ থাকতে অন্ধ হয়ে থাকবো??

প্রশ্ন আপনাদের কাছে, উত্তর দিন!!!

বিষয়: বিবিধ

১৩৩৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259130
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০১:২২
কাহাফ লিখেছেন : বাংলাদেশের জনতা সব বধির হয়েগেছে ........
259151
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫৪
পাতা বাহার লিখেছেন : আপনাদের তথা কথিত ইসলাম এতই খারাপ যে, এরা বাধ্য হয়ে ইসলাম সম্বন্ধে এরুপ উক্তি করছে।
259177
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৬
ফেরারী মন লিখেছেন : আপনি যে ভাষায় তাদের গালাগাল করলেন তাতে আপনারও বংশ পরিচয় জানা হয়ে গেলো না? প্রশ্নগুলো তো ভদ্রভাবেই করা যেতো। আপনি জামাত করবেন বলে সবাইকে জামাত করতে হবে তারতো কোনো মানে নেই। সহনশীল হোন ইহকাল পরকাল সব পাবেন।
259206
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪২
শফিউর রহমান লিখেছেন : আমাদের বড় রোগ হলো - আমরা খুব সহজেই ভুলে যাই।
এর চাইতেও বড় রোগ হলো, সত্রু-মিত্র বুঝি না এবং বোঝার চেষ্টাও করি না।
আরও সমস্যা হলো, নিজের সূদুরপ্রসারী স্বার্থ আসলে কিসে উদ্ধার হবে সেটাও আমরা চিন্তা করে দেখি না।
259234
২৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
চিরবিদ্রোহী লিখেছেন : "প্রধানমন্ত্রী এখন ওলি আল্লাহর পর্যায়ে চলে গেছেন।" (শামীম ওসমান)
সুতরাং, ওলী আলগা আর তার ভক্ত-মুরিদান, আশেকিন, সালেহিন মুনাফেক্বিনরা এমন দুয়েকটা আধ্যাত্মিক উক্তি না দেয় তাহলে আর কেমন হলো!!!
259326
২৯ আগস্ট ২০১৪ সকাল ০৫:৫৫
নিশা৩ লিখেছেন : তারা তাদের কর্মসূচী প্রকাশ করেছে মাত্র। এখন আমাদের ভেবে দেখা দরকার আমরা শাসন ক্ষমতায় কাদের দেখতে চাই?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File