৩ শতাধিক যাত্রী নিয়ে পদ্বায় ডুবে গেছে যাত্রিবাহী লঞ্চ পিনাক-৬: আমি বাকরুদ্ব

লিখেছেন লিখেছেন অন্ধকারের বাতি ০৪ আগস্ট, ২০১৪, ০৬:১৪:৫৫ সন্ধ্যা

জানি না ওই লঞ্চে কারা ছিল, তাদের সাথে ব্যক্তিগত ভাবে পরিচিত ও নই আমি।

তবে একটা ব্যপার জানি যে ওরা সবাই মুসলমান, কেউ আমার ভাই কেউ বোন। দ্বিতিয়ত তারা বাংলাদেশী!!

আজ আমার বলার কিচু নাই,জানিনা কারোর ই বলার কিচু থাকেনা এই ধরনের পরিস্থিতিতে!

তার পরও বলতে হয়,বলছি।

জানিনা এটা কোন শাস্তি কিংবা গজবের পূর্বাবাস কিনা!

হয়তো তাই হবে, নয়তো প্রতিমাসে লঞ্চ ডুবিতে কেন শত শত মানুষ মারা যাবে কেউ বলতে পারেন???

আমি আবেগে রুদ্ব,কারণ আমার অন্তর কুটিলতায় পূর্ন নয়।

অন্যের দু:খ আমাকে কাঁদায়, কিন্তু আজ আর চোঁখে পানি নেই।

শুধু চেয়ে আছি দুটা অপলক দৃষ্টিতে।।

সরকার আজ আইন করেছে যাতে কোন সংবাদ সংস্হা এমন খবর প্রকাশ করে না যাতে সরকারের ভাবমূর্তী খুন্ন হয়!

যাতে জনগন কোন ধরনের বিদ্রোহ সৃষ্টি না হয়!

ধন্যবাদ জানাচ্ছি সরকারকে, নিজের স্থায়িত্ব কে চিরদিন ধরে রাখার পক্ষে কাজ করার জন্য!

কিন্তু দু:খ প্রকাশ ককরছি সসরকারের পপ্রতি যযে আমরা আপনাদের আইন মানছি না।

আমরাসত্য প্রকাশ করাটাই আমাদের শান্তি, আমাদের মুক্তির পদক্ষেপ মনে করি!

কিন্তু যাদের অস্তিত্বের চিন্তা করতে হয় তারা হয়তো পারে না আইনকে, তাই তো এখনো চ্যনেল সমূহতে প্রচারকৃত খবরে লঞ্চের যাত্রির সংখ্যা কোথাও ২০০, কোথাও ৩০০র অধিক!!

বিষয়: বিবিধ

১২৯৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250863
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২১
দিশারি লিখেছেন : হুম, এসব ভাবতে খুবই খারাপ লাগে...।
250864
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : উফ ,অনেক কহ্স্তের সংবাদ ভাইজান
250866
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
অন্ধকারের বাতি লিখেছেন : হুম, আসলেই কষ্টের!
250880
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
নীল জোছনা লিখেছেন : Sad Sad Sad কষ্ট হয় বড় কষ্ট হয়
250888
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
চিরবিদ্রোহী লিখেছেন : আর্তদের জন্য মহান আল্লাহ দরবারে দুআ করি।
250895
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
আফরা লিখেছেন :
আজ আমার বলার কিচু নাই,জানিনা কারোর ই বলার কিচু থাকেনা এই ধরনের পরিস্থিততে ।
250897
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
শিশির ভেজা ভোর লিখেছেন : আমি বাকরুদ্ধ Sad
250901
০৪ আগস্ট ২০১৪ রাত ০৮:০৩
হতভাগা লিখেছেন : নিশ্চয়ই ওভার লোডেড ছিল লন্চটি ?
250903
০৪ আগস্ট ২০১৪ রাত ০৮:০৪
বাজলবী লিখেছেন : শোকাহত
১০
250910
০৪ আগস্ট ২০১৪ রাত ০৮:১০
সন্ধাতারা লিখেছেন : May Allah give the victims family members peace and strength to cope with current situation.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File