শশুর আর জামাই এর কথোপকথন
লিখেছেন লিখেছেন আরাফাত সিদ্দীক ০৩ জুন, ২০১৪, ০৮:৪৩:০০ রাত
জামাই: একটা জিনিস খেয়াল করলাম আব্বা! একটু চালাক না হইলে দুনিয়াতে টেকা খুব কঠিন!
শ্বশুর: যেমন?
জামাই: যেমন একই A+ আপনি পাইছেন দুইবছর পড়ালেখা কইরা! আর আমি তিন দিন প্রশ্নের পিছনে দৈড়া!
শ্বশুর: প্রশ্ন পাইয়া A+ পাইলেই কি আর মেধাবি হওয়া যায়?
জামাই: কেন জাইবনা?
শ্বশুর: অতি চালাকের ভবিষ্যত্ কিন্তু ভালো হয়না!
(কিছুক্ষন পর মেয়ে যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাবে-)
মেয়ে: আমি যাবোনা!
শশুর: কিরে মা?
মেয়ে: আপনার জামাই খালি প্রশ্নের পিছনে ঘুরাঘুরি করে! আর কি লেখা পড়া কইরা A+ পাইছে! জাতীয় বিশ্ববিদ্যালয়েও চান্স পায়না!
জামাই: হইছে কি আব্বা! প্রশ্ন পাইনাইতো!
শ্বশুর: প্রশ্ন তো আমিও পাই নাই!
জামাই: ইয়ে মানে!
শ্বশুর: মানে, পরিক্ষায় A+ পাইতে গিয়া তুমি সময় ব্যয় করছো প্রশ্নের পিছনে দৌড়াইয়া! আর আমি, নিজের মেধা দিয়া পড়া লেখা কইরা!
জামাই: না মানে!
শ্বশুর: মানে, পরিশ্রম যার বেশি! সাফল্যও তার বেশি!
বিষয়: বিবিধ
১৭৫২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কয়দিন পর আপনার পজিশনটাকেও কেড়ে নিতে পারে ।
মন্তব্য করতে লগইন করুন