শশুর আর জামাই এর কথোপকথন

লিখেছেন লিখেছেন আরাফাত সিদ্দীক ০৩ জুন, ২০১৪, ০৮:৪৩:০০ রাত

জামাই: একটা জিনিস খেয়াল করলাম আব্বা! একটু চালাক না হইলে দুনিয়াতে টেকা খুব কঠিন!

শ্বশুর: যেমন?

জামাই: যেমন একই A+ আপনি পাইছেন দুইবছর পড়ালেখা কইরা! আর আমি তিন দিন প্রশ্নের পিছনে দৈড়া!

শ্বশুর: প্রশ্ন পাইয়া A+ পাইলেই কি আর মেধাবি হওয়া যায়?

জামাই: কেন জাইবনা?

শ্বশুর: অতি চালাকের ভবিষ্যত্‍ কিন্তু ভালো হয়না!

(কিছুক্ষন পর মেয়ে যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাবে-)

মেয়ে: আমি যাবোনা!

শশুর: কিরে মা?

মেয়ে: আপনার জামাই খালি প্রশ্নের পিছনে ঘুরাঘুরি করে! আর কি লেখা পড়া কইরা A+ পাইছে! জাতীয় বিশ্ববিদ্যালয়েও চান্স পায়না!

জামাই: হইছে কি আব্বা! প্রশ্ন পাইনাইতো!

শ্বশুর: প্রশ্ন তো আমিও পাই নাই!

জামাই: ইয়ে মানে!

শ্বশুর: মানে, পরিক্ষায় A+ পাইতে গিয়া তুমি সময় ব্যয় করছো প্রশ্নের পিছনে দৌড়াইয়া! আর আমি, নিজের মেধা দিয়া পড়া লেখা কইরা!

জামাই: না মানে!

শ্বশুর: মানে, পরিশ্রম যার বেশি! সাফল্যও তার বেশি! Winking

বিষয়: বিবিধ

১৭৪৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230197
০৩ জুন ২০১৪ রাত ০৮:৪৭
ছিঁচকে চোর লিখেছেন : আজাইরা। এই এক বিষয় আর কয়দিন খাবে পাবলিক।
০৩ জুন ২০১৪ রাত ১১:৫৮
176982
আতিক খান লিখেছেন : এই লেখাটা টুডে ব্লগে আগে পড়েছি, লেখকের নাম মনে আসছে না। ফেসবুক এ ও পড়েছি :(
230212
০৩ জুন ২০১৪ রাত ০৯:২১
হতভাগা লিখেছেন : পোলাপান ভাল রেজাল্ট কইরা ফাটায়া ফালাইতাছে সেটা মনে হয় আপনাকে পীড়া দিচ্ছে ।

কয়দিন পর আপনার পজিশনটাকেও কেড়ে নিতে পারে ।
230231
০৩ জুন ২০১৪ রাত ১০:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জিপিএ -৫ পাওয়া ছেলের সাথে গোলাম মাওলা রনির আলাপ এর বিবরন শুনেই বুঝলাম কেন জিপিএ-৫ পাওয়া যায়।
230234
০৩ জুন ২০১৪ রাত ১০:২০
মোহাম্মদ রিগান লিখেছেন : আপনার কথা শুনে ভাল লাগলো
230357
০৪ জুন ২০১৪ সকাল ১০:২৯
নূর আল আমিন লিখেছেন : ভাল্লাক্সে তয় কপি কৈরা ছাড়ছেন ক্যারে
230432
০৪ জুন ২০১৪ দুপুর ১২:৪২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File