ফেসবুকের ছাগল

লিখেছেন লিখেছেন আরাফাত সিদ্দীক ২৮ মে, ২০১৪, ০৬:২০:৪৬ সন্ধ্যা

ফেসবুকেতে আছে কিছু-

পুরুষ নামের ছাগল!

মেয়ের আইডি চোখে পড়েই-

হয়ে যায় তারা পাগল!

তাদের মনকে আকর্ষন করে-

মেয়ের প্রোফাইল পিক!

করতে তারা ভুল করেনা-

এ্যাড বাটনে ক্লিক!

নিজেকে নিজেরা মনে করে-

কতইনা বেষ্ট!

মেয়ে যখনি এসপেক্ট করে-

ফ্রেন্ড রিকুয়েষ্ট!

এমনি তারা বিহিত করে-

যেনো পোশা ক্যাট!

দিনরাত ভুলে মেয়ের সাথে-

করতে থাকে চ্যাট!

কেউবা মেয়েকে আপু-আপু করে-

দেয়ায় মেসেজের সফর!

যদিও ঘরের আপন বোনের-

নেয়না কোনো খবর!

কারোবা জাগে মেয়ের সাথে-

প্রেম করবার সখ!

ভালোবাসার কথা বলেনা তবুও-

খেয়ে ফেলে যদি ব্লক!

কেউবা আবার স্বপ্নের মাঝে-

ঘর সংসার ছাড়ি!

মেয়েকে নিয়ে দিয়ে দেয়-

স্বপ্নের দেশে পাড়ি!

ঘুম ভাঙ্গতেই বোকা রামদের-

হয় যখন হুঁশ!

স্বপ্ন কোথায়? মেয়ে কোথায়?

সব হয়ে যায় ঠুস!

অনলাইনে চ্যাটিং সর্বদা-

গিভ এন্ড টেইক!

একবারো ভাবেনা এই মেয়েটা-

রিয়েল নাকি ফেইক!

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

227548
২৮ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
শিশির ভেজা ভোর লিখেছেন : এক্সাট কথা বলেছেন। আর কবিতাটা সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ
227550
২৮ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : একবারো ভাবেনা এই মেয়েটা-

রিয়েল নাকি ফেইক! Tongue Tongue Tongue
227551
২৮ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
নোমান২৯ লিখেছেন :





অসাম........................।এউইসাম । Good Luck Rose RoseGood Luck
227567
২৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
আরাফাত সিদ্দীক লিখেছেন : থ্যাংক ইউ অল! Kiss
227576
২৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : চরম সুন্দর লিখেছেন বস এক্কের সত্যি কথা। আজকাল তো এসবই চলছে ফেবুতে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File