মশার স্প্রে
লিখেছেন লিখেছেন আরাফাত সিদ্দীক ২৩ মে, ২০১৪, ০৬:১৯:৪৪ সন্ধ্যা
আজ থেকে প্রায় চৌদ্দ মাস আগের ঘটনাঃ :D
তখন আমি দশম শ্রেণীতে পড়তাম! ক্লাস শুরু হওয়ার কিছুটা আগ মুহূর্তে ক্লাসরুমের দরজার সামনে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ করে একটি মেয়ে আমার সামনে এসে আমার হাতের মধ্যে একটি টিস্যু ভরে দিয়ে চলে গেলো! কিন্তু আমাকে যেই টিস্যুটি ধরিয়ে দিয়ে গেছিলো আমি প্রথমে ভেবেছিলাম টয়লেট টিস্যু! >:( কিন্তু পরে মোড়ানো টিস্যুটি খুলে দেখিজে টিস্যুটির মধ্যে একটি কবিতা লেখা আছে! কবিতাটি ছিলো এরকম;
ওহে আমার প্রেমিক পুরুষ-
ওহে আমার রোশা!
মনে আমার বাসা বেঁধেছে-
এক ভালোবাসার মশা!
হৃদয় জুড়ে জায়গা তাহার-
কখনো নাহি সরে!
এই মশাটির আবির্ভাব ঘটেছে-
তোমায় দেখার পরে!
লাল বর্ণের দুটো পাখনা তবুও-
উড়তে নাহি পারে!
তোমার কথা মনে করিয়ে-
কামড় আমায় মারে!
নয়তো সে কলার চামড়া-
নয়তো ডিমের খোসা!
কিকরে আমি তাড়াবো এই-
ভালোবাসার মশা?
গতকাল রাতে আমার স্বপ্নের মাঝে-
মুসাফিরের মতো বেশে!
কিছু কথা শুনি গেলো-
এক আগন্তুক এসে!
বলছেন তিনি, এই মশা তোমার-
হৃদয় ছাড়তে পারে!
যার কথা সে মনে করিয়ে-
কামড় তোমায় মারে!
তাহলে এই মশার থেকে-
বাঁচতে যদি চাও!
সেই মানুষের কাছে আগামীকাল-
চলে তুমি যাও!
সেই তোমার প্রেমিক পুরুষ-
সেই হলো তোমার রোশা!
সেই কিন্তু তাড়াবে তোমার-
ভালোবাসার মশা!
মেয়েটির এই কবিতাটি পড়ে আমি মনে মনে চিন্তা করলাম যে আমিই হয়তো সেই প্রেমিক পুরুষ যার কথা আগন্তুক তাকে স্বপ্নের মধ্যে এসে বলে গিয়েছিলো! :D কিন্তু আমি ভীষণ টেনশিত হয়ে গেলাম! O.o রাতে শুয়ে শুয়ে চিন্তা করলাম যে কি এমন জিনিস আছে যা দিয়ে মেয়েটির মনের মশাটিকে আমি তাড়াতে পারি! তাৎক্ষনিক ভাবে মাথায় একটা আইডিয়া এলো! চিন্তা করলাম আরে বাজারে তো মশা মারার এ.সি.আই এরোসেল এনসেক্ট স্প্রে আছেই! তাই সকাল বেলা আমি আমি স্কুলে যাওয়ার আগে একটা মুদি দোকানে গিয়ে ২২০ টাকা দিয়ে ৩৫০ মিলির একটি একটি মোশা মারার এ.সি.আই এরোসেল স্প্রে কিনলাম! এবং স্কুলে যাওয়ার পর স্কুলের গেট দিয়ে ঢুকতেই মেয়েটির সাথে দেখা! আমি তার হাতে মশা মারার এই স্প্রেটি ধরিয়ে দিয়ে বল্লাম-
আপু! অগন্তুক ঠিকই বলেছে! তোমার সমস্যাটির সমাধান আমিই করতে পারবো! আর এটি হচ্ছে এ.সি.আই. এরোসল ইনসেক্ট স্প্রে! এটি মশা মারার জন্য অনেক ভালো এবং উপযোগী একটি জিনিস। প্রতিদিন ঘুমানোর আগে হা করে মুখের ভেতর দুই-তিনবার স্প্রে করে দিও যেনো এই স্প্রেটির তেজস্ক্রিয়তা তোমার হৃদয় পর্যন্ত পৌঁছতে পারে! আর এই মশাটি যখন তোমার হৃদয়ে গিয়ে বাসা বেধেছে তখন আমার মনে হয় এটি খুবই শক্তিশালি মশা! তবে সে যতই শক্তিশালি হোকনা কেনো এই স্প্রেটির তেজস্ক্রিয়তা পাওয়ার পর সে দুই-তিনদিনের বেশি স্থায়ি হবেনা! খুব শীঘ্রই এই স্প্রেটা ব্যাবহার শুরু করো! নইলে পরে আবার ডেঙ্গু, মেলেরিয়ার মতো রোগ গুলো তোমাকে আক্রমণ করবে!
এই কথা গুলো শুনে মেয়েটি অনেক রাগের চোখে আমার দিকে তাকালো এবং স্প্রেটি আমার গায়ের মধ্যে ছুড়ে দিয়ে বললো;
--বোকা ছেলে! কিচ্ছু বোঝেনা!
এই কথা বলে মেয়েটি কাঁদতে কাঁদতে খুব দ্রুত হেটে চলে গেলো!
মেয়েটির এই আচরণটা আমার মনে খুবই আঘাত দিলো! আসলে বর্তমান দিনে কারো উপকার করলে সত্যিই তার দাম পাওয়া যায়না! উল্টো অপমান! >:o
বিষয়: বিবিধ
২১৬১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন