কবিতার নামঃ মন্ত্রী মসাই

লিখেছেন লিখেছেন আরাফাত সিদ্দীক ১৮ মে, ২০১৪, ০৮:০৬:১৮ রাত

এরা কেমন মন্ত্রী মসাই?

মনেহয় এককালে ছিলো কসাই!

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো-

আসবে দেশে থ্রি জী!

আবেগের বশে বলিয়া ফেলিলো-

শাহারা বুবুজি!

মদ,গাঁজা খাই দাই-

ফতোয়া দিলো মখা ভাই!

মাথায় নিয়ে তিলের খাজা!

বিরোধী দল ধাক্কা দিলে-

ধ্বষে পড়ে রানা প্লাজা!

ইনু নামে এক পাগল আছে-

চেতনায় এয়ার্টেল সিম!

লন্ডনে গিয়ে খেয়ে এলো-

পঁচা মুর্গির ডিম!

ছাগলের তিন নাম্বার বাচ্চা সে-

আস্ত একটা মুজুর!

শফি সাহেবকে বলে বেড়ায়-

তেঁতুল হুজুর!

চুরঞ্জিত নামে আছে এক-

মস্ত বড় আবাল!

মন্ত্রী নামের কলঙ্কিত-

দুর্নীতির কালো বিড়াল!

বাকী আছে আরেক খবিশ!

কথায় কথায় বলবে রাবিশ!

খায় একটু বেশি ঝাল!

ভুল ভাল ইংরেজী মারে-

নাম আবুল মাল!

নেড়া মাথার এক-মসাই আছে!

একটু বেশি জিদ!

শিক্ষামন্ত্রী উপাধী তার-

নুরুল ইসলাম নাহিদ!

পেন্টের উপর নেংটি পোরে-

যায় সে হাতির জ্বীল!

শিক্ষা ব্যাবস্থার বারোটা বাজিয়ে-

করিলো সৃজনশীল!

নাস্তিকদের এক দালাল আছে-

ঘৃনা করে শিবির!

ইন্ডিয়ান মুর্গি উপাধি তার-

নাম শাহরিয়ার কবির!

জামায়াত-শিবির নিয়ে আর-

আতঙ্ক যাদের!

ওদের মধ্যে আরেক মসাই-

ওবায়দুল কাদের!

মিথ্যা কথায় চতুর আর-

দুর্নিতীতে শ্রেষ্ট!

সকলের কাছে উপাধি তার-

এম.এল.এ ফাটাকেষ্ট!

ধর্ষিত এক নানি আছে-

দেখলে লাগে সূরসুরি!

তথ্য ও প্রযুক্তি মন্ত্রী তিনি-

নাম; মুতিয়া চৌধুরি!

টাকলু মাথার আরেক মসাই আছে-

খরগসের মতো কান!

আইন প্রতি মন্ত্রী উপাধি তার-

নাম; কামরুল হাসান!

দেশের সেরা, চাপাবাজ তিনি-

চেতনায় জয়-মা-কালি!

পুলিশ মামুদের নির্দেশ দেয়-

শিবির দেখলেই গুলি!

পাগল মন্ত্রী তোদের কান্ড কির্তী-

দেখিতে হয় রোজ!

মন্ত্রী না হয়ে কুলি হওয়ার-

যোগ্যতা তোরা খোজ!

বিষয়: রাজনীতি

১৩০৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223161
১৮ মে ২০১৪ রাত ০৮:৩৮
ফেরারী মন লিখেছেন : বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো-
আসবে দেশে থ্রি জী!
আবেগের বশে বলিয়া ফেলিলো-
শাহারা বুবুজি!

Thumbs Up Thumbs Up Thumbs Up Big Grin Big Grin Big Grin Big Grin
223168
১৮ মে ২০১৪ রাত ০৯:০৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সবাইরে একবারে চরম ধোলায় দিলেন। হাহাহাহ চমৎকার
223171
১৮ মে ২০১৪ রাত ০৯:২১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor অসাধারণ লিখেছেন
223186
১৮ মে ২০১৪ রাত ১০:০৫
আরাফাত সিদ্দীক লিখেছেন : ধন্যবাদ সবাইকে Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File