স্মার্টনেস বনাম গরুজম

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ১২ মার্চ, ২০১৮, ০৫:২৪:১৩ বিকাল

অনেক দিন পর আজ সকাল বেলা আমার শৈশবে স্কুলের সহপাঠী, খেলার সাথীকে ফোন দিয়েছিলাম ।

ও মাত্র এইট পর্যন্ত পড়াশোনার পর আর এগোতে পারেনি ।

আগুন সুন্দরী ছিলো ।

বিয়ে হয় দিগুন বয়সী ভুঁড়িওয়ালা এক কোটিপতির সাথে ।

এখন বসুন্ধরা থাকে , আলিশান বাড়ি ,দামী গাড়ি ।

কথা বলার সময় টের পাই বিলাসী ,আধুনিক ,জৌলুস জীবন যাপনের সাথে সাথে আমার এট্টু শিক্ষিত সেই সহপাঠীটা তার কথা বার্তায়ও স্মার্টনেস আনার চেষ্টা করছে ।

আমাকে বলে, কিড়ে তুই ! কেমনে মনে কড়লি ??

( অনেক আবেগ নিয়ে ) তুই তো আমাকে ভুলে গেছিস বাট বিলিপ কড় আই কেন নট ফরগেট ইউ ।

আমি জিজ্ঞেস করলাম : তোর জামাই কই ??

ও বলে : আড় বলিস না, অল টাইম বিজনেসের কাজে বাইড়েই স্টে কড়তে হয় । এবড়ি ডে সো লেট করে বাসায় বেক কড়ে, কি যে ইসগাশ্টিং ( disgusting) তোকে একসপেস(express) করতে পারব না ।

অনেক কথা হয় ।

ওর সাথে কথা বলার সময় ওর কথার নিউ স্টাইল দেখে আমার ফিলিংস তখন " কেউ আমারে মাইরালা!

একটু শুদ্ধ সুন্দর বাংলায় কথা বললে তার কথা অনেক স্মার্ট লাগতো ।

তারে কে বলছে এসব ভুলভাল ইংরেজি আর কঠিন উচ্চারণে কথা বলতে? ?

আমাদের অনেকেরই একটা ফালতু ধারনা , যে কথার মধ্যে যত ইংরেজি ঢোকাবে সে তার কথা তত স্মার্ট ।

ফাউল একটা ধারনা ।

যখন যে ভাষায় কথা বলি না কেনো সেই ভাষাটার আবেদন, স্বকীয়তা বজায় রাখাটাই হচ্ছে আসল স্মার্টনেস ।

বাংলা একটা মিশ্র ভাষা, যেখানে হাজারো বিদেশী শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে তার নিজস্বতা।

ভিন্ন ভাষার মিডিয়ামে পড়াশুনা করলে কিংবা অনেকদিন দেশের বাইরে থাকলে পরিবেশ, পরিস্থিতি আর সময় এর কারনে মাতৃভাষার নিজস্ব টোনে কিছু পরিবর্তন চলে আসে ।

সেটা ভিন্ন কথা ।

এটা সমস্যা না ।

সমস্যা হচ্ছে যখন আমরা কেউ ভাবি যে, বাংলা কথা বলার সময় বাংলা শব্দগুলোকে ধাক্কায়া, সরায়া ওই জায়গায ইংরেজি বসায়া স্মার্ট কথক হবো!

এই ধরনের অপুষ্টিকর ধারনা যদি মাথায় জিইয়ে রাখি তাহলে আমাদের ভাষার নিজস্বতা এতটাই ইসগাশ্টিং হবে যে একসপেস করা যাবে না ।

বিষয়: বিবিধ

১১১৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384895
১২ মার্চ ২০১৮ সন্ধ্যা ০৭:৩৪
মনসুর আহামেদ লিখেছেন : অনেক ধন্যবাদ আপু
১৩ মার্চ ২০১৮ রাত ০৩:৩৮
317437
আরিফা জাহান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
384898
১২ মার্চ ২০১৮ রাত ১১:৩০
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : বেশ মজা পেলাম পড়ে। আমার এত বছর জীবনে সুন্দর করে বিশুদ্ধ উচ্চারণে নিজ ভাষা বাংলা বলেন এরকম মানুষ খুব কম খুঁজে পেয়েছি।
১৩ মার্চ ২০১৮ রাত ০৩:৩৯
317438
আরিফা জাহান লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ
384903
১৩ মার্চ ২০১৮ দুপুর ০৩:৪৮
কুয়েত থেকে লিখেছেন : আমাদের যা আছে তা ছেড়ে দিয়েছি বলেই আল্লাহ আমাদের উপর অন্য জাতিকে প্রতিষ্টা করে দিয়েছে আমরা কিছুই করতে পারছিনা পরকালের কঠিন আজাবতো রয়েছে আমাদের জন্যই। লেখাটি খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
১৩ মার্চ ২০১৮ বিকাল ০৪:৩১
317439
আরিফা জাহান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
384910
১৪ মার্চ ২০১৮ রাত ০২:৩৭
অন্তিম পথের যাত্রী লিখেছেন : ব্যাপার টা এক প্রকার ফ্যাশন হয়ে দাড়িয়েছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File