অশরীরী

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ২৩ জুলাই, ২০১৭, ০৪:৫৬:১১ বিকাল

নদীর পাড় ধরে হাঁটতে থাকে ফিলিস । খুব দ্রুত পা ফেলে হাঁটে সে । পায়ের নিচে অনুভব করে কুয়াশাভেজা নরম সবুজ ঘাসগুলোর ।

রাতের তৃতীয় আর শেষ প্রহরের মাঝামাঝি সময় এখন ।

প্রচণ্ড শীত না হলেও হিমশীতল বাতাসে ফিলিসের শরীর কাঁটা

দিয়ে উঠে ।

গায়ের পাতলা জ্যাকেটটা আরো ভালভাবে জড়িয়ে নেয় সে ।

শেষ রাতের ক্লান্ত চাঁদের নিভু নিভু আলোয় নদীর দিকে তাকায় সে । পানির উপর ধোঁয়ার মত স্থির কুয়াশা ।

অল্প অল্প বাতাসে নদীর পানিগুলো তিরতির করে কাঁপছে যেনো । চোখে পড়ে নদীর পাড় ঘেঁষে স্থির হয় থাকা লম্বা লম্বা ঘাসগুলোর দিকে । অনেকটা কাশফুলের ঝোপের মত ।

জনমানবহীন নীরব-নিস্তব্দ নদীর পাড়ের রাস্তাটা ধরে খুব দ্রুত হাঁটতে থাকে ফিলিস ।

সকাল হওয়ার আগে আগেই পৌঁছুতে হবে তাকে ।

আশেপাশের ঝোপ থেকে একটা অচেনা পাখি ডেকে উঠে ।

ফিলিস অজানা সতর্কতায় চারপাশে তাকায়ে হাঁটার গতি আরো বাড়িয়ে দেয় ।

হঠাৎ নদীর ওপার থেকে ভেসে এক নারীর অট্টহাসি । মুহূর্তেই তা থেমে যায় !

রাতের নীরবতা খান খান করে জনমানবহীন এ জায়াগায় ফিলিস স্পষ্ট আবার শুনতে পায় সে হাসি !

নদীর ওপার থেকে আসা !

ফিলিস নদীর ওপারে তাকায় কিন্তু অস্পষ্ট চাঁদের আলোয় কুয়াশাঘেরা নদীর পাড়ে সে কাউকেই দেখতে পায় না !

বিষয়: বিবিধ

১০০৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383621
২৩ জুলাই ২০১৭ রাত ০৯:৪২
কাব্যগাথা লিখেছেন : কি ব্যাপার প্রসিডেন্ট এরদোগানের মতোই ব্যস্ত মনে হচ্ছে!সামারেও লিখছেন না তেমন? সামার ক্লাস নিচ্ছেন নাকি?এই লেখাটাকে একটা সিরিজ হিসেবে লিখে ফেলুন|
০৪ আগস্ট ২০১৭ বিকাল ০৫:১২
316661
আরিফা জাহান লিখেছেন : Winking সামারে ক্লাস না নিলেও স্টুডেন্টরা কেন জানি অলয়েজ বিজি চিজ । লেখাপড়া না করলেও Winking
আর পরামর্শের জন্য ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File