মারমারার তীরে

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ১৫ মে, ২০১৭, ০৩:৩৬:০০ রাত

সাগরের পাশেই আমাদের হোটেলটা !

বিশাল রাজকীয় রুম আর সুপার লেভেলের ব্যাল্কনি যেখান থেকে সাগর দেখা যায় একদম কাছে থেকে !

হিপ হিপ হুররে !

আর কি চাই !

আমদের সবার ভ্রমণের ক্লান্তি কর্পূরের মত উবে গেল।

আমাদের মাঝে একজন বন্ধু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল । সাদিকা আফ্রান ।

আমরা ওকে নিয়ে ভয়ে ছিলাম ।

ও হোটেল এর এরকম ফাটাফাটি মনোরম পরিবেশ আর ব্যাল্কনি থেকে সাগর দেখে সব ভুলে এমন হাই পাওয়ারে লাফালাফি শুরু করল যে, আমরা সব হাসতে হাসতে গড়াগড়ি ।

আমি বাজি ধরে বলতে পারি আমাদের দেশের পাঁচ তারকা হোটেল এর মান এইসব হোটেল এর সাথে তুলনা করতে গেলে একটা তারাও আর লাগবে না ।

সবাই যে যার রুমে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে ব্যল্কনিতে আড্ডায় বসি । অনেক গল্প হয় । সবাই নিজ নিজ দেশের গল্প করে, পরিবার, বন্ধুদের গল্প ।

আমরা কেউই এক দেশের না ।

আমাদের মিল শুধু একটা জায়গায় ,সেটা হচ্ছে আমরা ছাত্র এবং সবাই এখানে পড়াশুনা করতে এসেছি ।

কিন্ত একসাথে পড়াশুনা আর কাজ করতে গিয়ে আস্তে আস্তে বুঝলাম ওরা কেউই আমার থেকে আলাদা নয় ।

মনে হয় আমরা কতদিনের আপন ! ওদের মনমানসিকতা, চিন্তা-ভাবনা ,মজাকরা ,দুষ্টুমি কোন কিছুতেই মনে হয়না যে আমরা কেউ কারো থেকে আলাদা দেশের আলাদা ভাষার !

আমাদের অনেক্ষন গল্প হয় ।কনফারেন্সে প্রজেক্ট প্রেজেনট, টিচারদের বক্তব্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় , পরের কনফারেন্সে যার যার বিষয়ের আলোনার ক্ষেত্রে একজন আরেকজনকে হেল্প করা, যৌক্তিক কিছু সংযোজন-বিয়োজন এসব করতে করতে অনেক রাত হয়ে যায় ।

এক সময় ক্লান্ত সবাই যে যার রুমে শুতে চলে যায় ।

আমার যেতে ইচ্ছে করে না ।

এমন পরিবেশ জীবনে চাইলেও সব সময় পাওয়া যায় না !

আমি জেগে থাকব, দেখব নীল সাগরের সাথে তারাভরা আকাশের এই গভীর মিতালী ।

শুনব সাগরের উত্তাল গর্জন , ভাবনাকে ছড়িয়ে দেবো শুন্যে !

এত প্রচণ্ড বাতাস ! মনে হচ্ছে আমাকে ব্যাল্কনির একমাথা থেকে আরেক মাথায় আছড়ে ফেলবে ।

আমি বেরসিক একটা মানুষ হলেও প্রকৃতি নিয়ে আমার আবেগ একটু বেশিই ।

প্রকৃতির কাছাকছি যেতে পারলে আমার ফিরে আসতে ইচ্ছে করে না ।

সাগর ,পাহাড়, সবুজবন, ধু ধু মরু আমাকে হাতছানি দিয়ে ডাকে ক্ষুধিত পাষাণের প্রেমিকের মত ।

একবুক তৃষ্ণা নিয়ে আমি কখনোই এড়াতে পারিনা প্রকৃতির এই হাতছানি !

মাঝে মাঝে ইচ্ছে করে জাগতিক সব কাজ ছুড়ে আমি ফেরারি হয়ে যাই প্রকৃতির মাঝে !

দুচোখ ভরা এক সমুদ্র অচেনা আকুল তৃষা নিয়ে তাকাই সাগরের বুকে ।

ইচ্ছে করে সাগরের বিশাল বক্ষে মাথা রেখে নিজেকে রাখি ঢেউয়ের পাঞ্জায় ।

কান পেতে বিভোর হযে শুনি বাতসের নিঃশ্বাসে সাগরের গম্ভীর সুর !

আমি সাগরের প্রেমে বিভোর হযে অতন্ত্র প্রহরীর মত জেগে থাকবো অনন্তকাল !

সাগরের উপরের ওই তারা ভরা আকাশটা আল্লাহ কেন সুন্দর এত করে সাজিয়েছে !

এই পাহাড়, সাগরের পাগলকরা উন্মত্ত গর্জন আর তারাভরা আকাশ !

প্রভুকে চিনতে আরো কিছুর প্রয়োজন আছে কি ??

বিষয়: বিবিধ

১৩০০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382979
১৫ মে ২০১৭ সকাল ১১:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Rose Rose Rose ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫ মে ২০১৭ দুপুর ১২:৩২
316358
আরিফা জাহান লিখেছেন : Thanks
382982
১৫ মে ২০১৭ বিকাল ০৫:৫৯
কাব্যগাথা লিখেছেন : লিখতে গিয়ে যদি ব্লগে
কিছুটা ঝামেলাও লাগে
৪.১ জিপিএ হয়ে যায় যদি ৪,
প্লিজ তবুও লিখে যান
কাপের পর কাপ কফি খান,
রাত হলে হোক ভোর!

মারমারা আইল্যান্ডে গেলেন?নাকি ইস্তাম্বুলের পাশে কোথাও? আপনার অন্য লেখাগুলোর মতোই চমৎকার হয়েছে এটাও|
১৫ মে ২০১৭ রাত ১১:৪৪
316363
আরিফা জাহান লিখেছেন : জ্বী ভাই, ইস্তানবুল এ ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
382983
১৫ মে ২০১৭ রাত ০৯:১২
মনসুর আহামেদ লিখেছেন : এক্সচেললেনট আপু
১৫ মে ২০১৭ রাত ১১:৪২
316362
আরিফা জাহান লিখেছেন : ধন্যবাদ আপনাকে
382991
১৬ মে ২০১৭ সকাল ০৫:০৬
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : পড়ে অনেক মজা পেলাম চমৎকার লিখেন ! অনেক দিনপর ব্লগে আসলাম আপনাকে আমার ব্লগ বাড়ীতে আমন্ত্রন জানাচ্ছি ঘুরে যাবেন Rose পিলাচ পিলাচ পিলাচ।
১৬ মে ২০১৭ সকাল ১১:২৫
316364
আরিফা জাহান লিখেছেন : Thanks

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File