----ভরসা

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ২৪ মার্চ, ২০১৭, ০১:১৭:৩৬ রাত

বদলে যাক পৃথিবী, বদলে যাক সময়,

ডায়েরির পাতায় লিখা হোক সালের

নতুন সংখ্যা ।

ওই নীল আকাশে শুভ্র মেঘের পরে ভেসে

বেড়াক কালো মেঘ ।

সব কিছু ছাপিয়ে তোমার চোখের তারায় খেলুক

সরলতার ঝিলিক ।

ঠোঁটের কোনায় লেগে থাকুক নিস্পাপ প্রশান্তির হাসি ।

তোমার প্রগাঢ় ভালবাসার আবেশে হেরে যাক

কৃষ্ণ সাগরের গভীরতা ।

সূর্যের আলো হারিয়ে যাক রাতের আঁধারে ,

মায়াবী চাঁদ ডুবে যাক মেঘে ,

তোমার ওই নীল দুটি চোখে ধরে রাখবে এক পৃথিবী

সবুজ ।

প্রলয়ংকারি ঝড়ো বাতাসে লণ্ডভণ্ড হয়ে যাক ধরা ,

তবু তোমার নিঃশ্বাসে থাকুক নিশ্চিন্ত ভালবাসার ছন্দ ।

পৃথিবীর আকাশ ছেয়ে যাক যান্ত্রিক গর্জনে ,

জনপদ ঢেকে যাক মেকি যান্ত্রিক আর মিথ্যে কৃত্তিমতায় ।

আমি তখনো দেখবো তোমার এলো চুল আর ধুলোমাখা পায়ে হাঁটব তোমার হাত ধরে ।

ওই মেঠোপথে !

বিষয়: বিবিধ

৮৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File