তেল সমাচার

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:৫৭:৩৯ রাত

মারো তেল, খাওয়াও তেল, ধরা ভরো তেলে

তেলফ্যাশনের এই যুগেতে সাধু সাজতে হলে ।

সাদ্দামরে দিছে ফাঁসি তেল না পেয়ে বুশ

তাইনা দেখে ভবের সব পেল যেন হুঁশ ।

কয়না কথা তেল ছাড়া,খায়না তেলহীন খাবার

তেলের গুনে চাঙ্গে উঠছে যারা ছিল চামার

খাবার তেলে ভুঁড়ি বাড়লেও মুখের তেলের যশে

কত ফইন্নি এই দুনিয়া নিলো তাদের বশে ।

জ্ঞানের ডিব্বা খালি হলেও তাদের ভালো চলন

মুখে যাদের কথার তুবড়ি-তেলে বাম্পার ফলন ।

তুমিও ভালো থাকবা মকবুল ছলে ভরে তেলে

পারো যদি থাকতে একটু পিঠের হাড্ডি ভুলে ।

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381870
১৫ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ০১:৪৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, প্রিয় বোন আপনি ঠিকই বলেছেন। যোগ্যতা দিয়ে আজকাল মানুষের মূল্যায়ন হয়না। যে যত বেশি তেল মারতে পারে, তার ততবেশি মূল্যায়ন। যেটাকে মানবতার জন্য লজ্জা বলা যায়।
আমি কিন্তু তেল খাইনা। ডাক্তারের নিষেধ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ব্লগ বাড়িতে আপনার দাওয়াত রইলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File