তেল সমাচার
লিখেছেন লিখেছেন আরিফা জাহান ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:৫৭:৩৯ রাত
মারো তেল, খাওয়াও তেল, ধরা ভরো তেলে
তেলফ্যাশনের এই যুগেতে সাধু সাজতে হলে ।
সাদ্দামরে দিছে ফাঁসি তেল না পেয়ে বুশ
তাইনা দেখে ভবের সব পেল যেন হুঁশ ।
কয়না কথা তেল ছাড়া,খায়না তেলহীন খাবার
তেলের গুনে চাঙ্গে উঠছে যারা ছিল চামার
খাবার তেলে ভুঁড়ি বাড়লেও মুখের তেলের যশে
কত ফইন্নি এই দুনিয়া নিলো তাদের বশে ।
জ্ঞানের ডিব্বা খালি হলেও তাদের ভালো চলন
মুখে যাদের কথার তুবড়ি-তেলে বাম্পার ফলন ।
তুমিও ভালো থাকবা মকবুল ছলে ভরে তেলে
পারো যদি থাকতে একটু পিঠের হাড্ডি ভুলে ।
বিষয়: বিবিধ
১০৮৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি কিন্তু তেল খাইনা। ডাক্তারের নিষেধ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ব্লগ বাড়িতে আপনার দাওয়াত রইলো।
মন্তব্য করতে লগইন করুন