প্রতীক্ষা

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ১৬ জানুয়ারি, ২০১৭, ০৫:৫১:২২ বিকাল

এ যেন অন্তিম প্রতীক্ষা, স্তব্ধ এ সময় !

দুচোখের তারায় মিশে আছে বিবর্ণ রাত্রির রেখা ।

খসে পড়া উল্কার সাথে স্বপ্নগুলোও মিলিয়ে গেছে

কুহেলিকায়

দীর্ঘশ্বাসের আলিঙ্গনে জড়ায় তপ্ত লোনাজল ।

দয়িতার রোনাজারি,

কোথায় কবে হেসেছিল পূর্ণিমা চাঁদ ?

সুখের তীব্র আলো লুটিয়েছিল প্রিয়ের

চোখের তারায় ?

যে আলোয় পুড়ে খাক হতে চায় তৃষার্ত হৃদয়ের

জমিন !

প্রার্থনা, আবার স্বপ্ন দেখার শক্তি পাক

আকুল তৃষ্ণা থেকে ।

বেলা শেষে ঝরবে ভালোবাসার স্নিগ্ধ বারিধারা ।

চাঁদের আলোর হাসি চিকচিক করবে সবুজ পাতায়

জমা বৃষ্টির ফোঁটায় ।

সুখের তান ফিরে আসবে সন্ধ্যার ডাহুকের ডাকে ।

দীর্ঘশ্বাস নয় ;ফাল্গুনী হাওয়ায় ফিরে আসবে

সুখের উষ্ণতা ।

জ্যোৎস্নার আলোয় শোনা যাবে ঝরা পাতার মর্মর

গান !

নিস্তব্ধ বেলায় ;

এ যেন অন্তিম প্রতীক্ষা, স্তব্ধ এ সময় !

বিষয়: বিবিধ

১২৫০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381314
১৭ জানুয়ারি ২০১৭ রাত ০২:০৩
নিশা৩ লিখেছেন : অনেক সুন্দর লিখনি আপনার। খুব ভাল লেগেছে। Rose
381321
১৭ জানুয়ারি ২০১৭ সকাল ১১:২৭
আরিফা জাহান লিখেছেন : Thanks apnake
381437
২৪ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:৩২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার কবিতাটা ভালোলেগেছে। কবিতাটা পড়ে মনে হলো কবির মনের মাঝে কিছু একটা লুকায়িত রয়েছে!
ধন্যবাদ আপনাকে
১৫ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০১:৪৫
315688
আরিফা জাহান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File