শিরোনামহীন
লিখেছেন লিখেছেন আরিফা জাহান ০৮ জানুয়ারি, ২০১৭, ০৪:৩৭:০৫ রাত
ছয়টা লাল টকটকে গোলাপ । তাজা রক্তের মত টকটকে লাল আর কি তীব্র মোহনীয় এর ঘ্রান ! ভেতরে নীল পাতায় '' পৃথিবীর সব ভালোর অংশে থাকুক তোমার জীবনটা, সূর্যের আলোটা আরো উজ্জল আলো ছড়াক তোমার হাসির ছোঁয়ায়, তুমি এইদিনে এসেছিলে বলেই এই মেঘলা দিনগুলোতে সূর্যটা আজ হেসেছে ''
আসলেই কি তাই ? দীর্ঘশ্বাস চেপে ফুলগুলো ছুঁয়ে দেখে সে । কি তাজা ! যেন এইমাত্র কোন শিশিরভেজা বাগান থেকে তুলে আনা হয়েছে ।
খুব বলতে ইচ্ছে করে তার '' কৃষ্ণসাগরের ওপারের জীবন তোমার তোমার ওই নীল চোখ দিয়ে সচ্ছ নীল জলই দেখেছো ফিলিস !
দেখনি স্থলজীবনের আঁকাবাঁকা দুর্গম পথ !
কিন্ত হয়তবা জানো !
তাই হয়তো এই সবুজঘাসের উপর তুমি রেখে গিয়েছো টকটকে রক্তলাল গোলাপ আর তোমার প্রার্থনা !
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাহিত্য চর্চা যে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে।
মন্তব্য করতে লগইন করুন