??!!!!

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ২৭ ডিসেম্বর, ২০১৬, ০৪:৪২:৫৮ রাত

যখন বাচ্চাগুলো তাদের ছোট ছোট হাত বাড়িয়েছিল তাদের জন্য সংগৃহীত সাহায্যর জন্য; তাদের নিস্পাপ নীলচোখগুলোর ছবি আমার অন্তর এফোঁড় ওফোঁড় করে দিচ্ছিল । এটা যে কোন সাময়িক অনুভূতি ছিলনা তা ঘুমুতে যাওয়ার সময় আবার অনুভব করতে পারছি !

মায়ের কোল আর ফুলেল পৃথিবী থেকে তাদের সরিয়ে দিয়েছে স্ম্রাজ্যবাদিদের কালো থাবা ।

রক্তাক্ত করেছে ছোট্ট শরীরগুলো ! অবুঝ হৃদয়গুলো !!

তুষার ঝড়, শরণার্থী শিবিরে মানবেতর জীবন ।

এই সাহয্য কতটুকু কষ্ট ভুলাবে তাদের ?

কেন জানিনা ঘুমুতে গিয়ে কানে শুধু বাজছে '' আমি আল্লাহকে সব বলে দিব !''

''ওরা আমাদের মারছে কেন ''!

অনেক আগের এ প্রশ্নগুলো মহাকালের ভাঁজে প্রতিধ্বনিত হয়ে যেন আমার কানে ফিরে আসছে বারবার !

এই মৃত্যু উপত্যকায় ছোট্ট নিথর দেহগুলো লিখে দিয়ে যাচ্ছে আমাদের নির্মমতা, বিবেকের বন্ধ কপাট আর গাফেলতির অভিমানী ফরমান !

আমি কাঁদতে চাই ! চিৎকার করে কাঁদতে চাই !!

চিৎকার করে ধ্বংস করে দিতে চাই এ ঘুমন্ত পৃথিবীটাকে !

কিন্তু আমার গলা চেপে ধরে ওদের জন্য জমানো আগামীকালের কর্তব্য-দায়িত্ব আর ভালবাসা ।

কাল ভোর হবে ।

তারা চেয়ে থাকবে এই তুষারপাতের মধ্যে তাঁদের জমে যাওয়া ঠাণ্ডা শরণার্থী তাঁবুতে কিছু গরম কাপড় আর একটু খাবার এর আশায় !

কিন্তু

বুকের ভিতর ভারী জগদ্দল পাথরের ভার বওয়াটা যে অনেক কঠিন !

বিষয়: বিবিধ

১০০২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380918
২৭ ডিসেম্বর ২০১৬ সকাল ১১:৪৩
আবু জান্নাত লিখেছেন : Crying Crying Crying Crying
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপাইয়া নিজেকে দিয়েছি ধিক্কার। Crying Crying Crying Crying
380921
২৭ ডিসেম্বর ২০১৬ দুপুর ১২:১৬
কুয়েত থেকে লিখেছেন : আমি আল্লাহকে সব বলে দিব!ওরা আমাদের মারছে কেন.? জালিমের কাছে মজলুমের কান্নার আওয়াজ পৌঁছেনা।আপনাকে অনেক অনেক ধন্যবাদ লেখাটির জন্য
380961
২৮ ডিসেম্বর ২০১৬ রাত ০৩:৪৪
তবুওআশাবা্দী লিখেছেন : আমাদের নিজেদের ব্যর্থতার জন্য এই কান্নাগুলো আমাদের আরো অনেক দিনই মনে হয় শুনতে হবে,মৃত্যুগুলো আরো অনেক দেখতে হবে|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File