সবুজ ফাইল
লিখেছেন লিখেছেন আরিফা জাহান ২৫ জানুয়ারি, ২০১৬, ০৪:৩৫:৩১ রাত
অসম্ভব ঠাণ্ডা পড়েছে , বাইরে তুষারপাত হচ্ছে । ফায়ারপ্লেসের আগুনটা উস্কে দিতে দিতে আপন মনে হেসে উঠে সে ।
তার প্রিয় বন্ধু মেরিনের অবদানেই ওই ডাইনিবুড়ি ইসাবেলার মামলায় ন্যায়বিচার পেয়েছে পেয়েছে তার মা ।
রেডউড বনের মায়ের বাংলোটা আর বিশাল ফার্মের দলীল আর কাগজপত্রের সবুজ ফাইলটা মেরিন কাল নিয়ে আসবে।
মায়ের চোখে খুশির জল দেখে মেরিনের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা আর ভালবাসায় ভরেওঠে তার হৃদয় ।
ঘুমানোর আগে আপনমনে সে বলে,
এই বন্ধুত্বের এই অকৃএিম ত্যাগ কখনোই ভুলবনা মেরিন ! আমি অনেক ভাগ্যবান যে তুমি আমার বন্ধু !!
মাঝরাতে দরজায় করাঘাত !
-------কে ?
আবার করাঘাত,
-------কে ?
ফিসফিসে ভেজা গলায় উত্তর আসে,
-------আমি !
দরজা খুলে দেখে মেরিন দাঁড়িয়ে আছে ! বাইরে প্রচণ্ড তুষার ঝড় হচ্ছে । এরকম দুর্যোগের রাতে এই সময়ে সে কিভাবে আসল !
--------মেরিন ! এত রাতে কিভাবে ? ভিতরে এসো ।
--------আমাকে ফিরে যেতে হবে , এই নাও ! বলে সেই সবুজ ফাইলটা এগিয়ে দেয় ।
আবছা আলোয় মেরিনের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু কথাগুলো অদ্ভুত ভেজা গলায় ফিসফিস করে বলছিল !
একটা ঘোরের মধ্যে সম্মোহকের মত হাত বাড়িয়ে ফাইলটা নেয় সে ।
মেরিন তাকে কথা বলার সুযোগ না দিয়ে আবার ঝড়ের মতই অন্ধকারে তুষার ঝড়ে হারিয়ে যায় !
অভিভুতের মত অনেক্ষন দরজায় দাঁড়িয়ে থেকে সে ফিরে আসে বিছানায় ।
মেরিনের এই অনাকাঙ্ক্ষিত রহস্যময় আচরণের কোন হিসাবই সে মিলাতে পারছে না !
চুপচাপ সে ল্যাম্পটার দিকে তাকিয়ে থাকে।
তুষার ঝড়ের সাইরেনের সাথে পাল্লা দিয়ে তার কানে আসে এক অপার্থিব সুর ,যেন ঝড়ের ভিতর এই ঘুমন্ত পৃথিবীটাকে জানাচ্ছে এক অজানা সংকেত !
কখন সে ঘুমিয়ে পড়ে সে নিজেও জানেনা ।
ঘুম ভাঙ্গে টেলিফোনের শব্দে । ওপাশ থেকে স্যামের গলা, উত্তেজনায় কাঁপছে । কাঁপা কাঁপা ভাঙ্গা গলায় জানাল,
গতকাল সন্ধ্যায় শহরে আসার পথে মেরিনের গাড়ি এক্সিডেন্ট হয়। গাড়িটি নাকি দুমড়ে-মুচড়ে যায় এবং উদ্ধারকারী বাহিনীরা জানায় যে, সন্ধ্যায় ঘটনাস্থলেই মেরিন প্রান হারায় ।
খবরটা শুনে তার ভিতরটা ধ্বক করে উঠে , মাথাটা ঝিমঝিম করতে থাকে , কোন কিছুই ভাবতে পারেনা সে !
টেবিলে চোখ যায় তার ,সবুজ ফাইলটা পড়ে আছে !
মেরিন যদি সন্ধ্যায় এক্সিডেন্ট হয় তাহলে কে এসেছিল মাঝরাতে মায়ের সবুজ ফাইলটা ফিরিয়ে দিতে !!??
বিষয়: বিবিধ
১৩৩৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন