সত্যনামা
লিখেছেন লিখেছেন আরিফা জাহান ০৭ জানুয়ারি, ২০১৬, ১২:১৯:২১ রাত
ক্যাম্পাস থেকে ফিরছি । ২ টা বাজে।।
ব্যাস্ত সড়ক, ব্যাস্ত মানুষ, কোলাহল .... প্রতিদিনকার মত যে যার মত চলছে ।
বাস স্টপেজের পাশে একটা পার্ক । পার্কটা খুব বড় এবং এই কোনিয়ায় আমার কাছে এই পার্কটা অতি পরিচিত এবং প্রিয় একটা পার্কও বটে ।
ছেলেমেয়ে, বুড়োবুড়ি ,বাচ্চা সব আইটেমের মানুষকে দেখা যায় এখানে সব সময় ।
আজ এই পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি, সিরিয়ান এক মহিলা বসে আছে একটা বাচ্চা কোলে নিয়ে আর তার পাশে একটা বাচ্চা মেয়ে । বয়স তিন এর মত হবে ।
খুব ফুটফুটে, দেখলেই আদর করতে ইচ্ছে করে এমন ।
ঘাড় পর্যন্ত সোনালী চুল উস্কুখুস্কু হয়ে আছে । গায়ে মলিন জীর্ণ একটা গোলাপি ফ্রক ।
কিন্ত গায়ের রং আর সুন্দর চোখের মেয়েটির গায়ে এই মলিন জামা মোটেই বেমানান লাগছে না ।
ফর্সা সুন্দর ছোট্ট পা দুটি সবুজ ঘাসের উপর ছড়িয়ে মায়ের পাশে বসে আছে । হাতে ছোট একটা পানির বোতল । তার মায়ের কোলের বাচ্চাটা একটানা কেঁদেই চলছে আর মা একটা গাছে মাথা হেলান দিয়ে চুপ করে বসে আছে । দেখে মনে হচ্ছে অসুস্থ ।
মেয়েটির সেদিকে কোন খেয়াল নেই । সে উৎসুক তাকিয়ে তাকিয়ে দেখছে আশেপাশের মানুষদের । তার সামনে কিছু দুরেই দুইটা টার্কিশ বাচ্চা বল খেলছে । সুন্দর জামাকাপড় পড়া হাসিখুসি তারা । কাছাকাছি তাদের মা বাবা বসে গল্প করছে ।
বাচ্চাদুটো যখন বল নিয়ে হুটোপুটি খায়, গড়াগড়ি করে ঘাসের উপর তখন ওই মেয়েটাকে দেখলাম কি সুন্দর করে হেসে উঠল । ওদের দুষ্টমি দেখে তার খুব মজা লাগছিল ।
মনটা ভীষণ খারাপ হয়ে গেল ! সেওত আজ ওই ওই বাচ্চাদের মত একটা সুন্দর পৃথিবীতে থাকতে পারত ! খেলার সাথীদের সাথে হই হুল্লোড় করতে পারত ! সুন্দর জামা কাপড় পরে মা বাবার সাথে ঘুরতে পারত !
কিন্তু নিয়তির নির্মম পরিহাসে আজ ওই বাচ্চা দুটির সাথে তার কত ফারাক ! আজ সে অসুস্থ মায়ের সাথে উদ্দাস্ত ফেরারি জীবন কাটাচ্ছে ।
ঘর নেই, বাড়ি নেই, খাবার নেই, অসুস্থ হলে চিকিৎসা নেই ।
আছে শুধু মানুষের অবহেলিত আর বিরক্তিকর চাহনি, দূর দূর ভাব !
শুধু এই মেয়েটিই না এরকম হাজার হাজার সিরিয়ান নিস্পাপ, সুন্দর, ফুটফুটে বাচ্চারা দেশহারা, গৃহহারা হয়ে পথে ঘাটে মানবেতর জীবন যাপন করছে । অসহায় নিস্পাপ চোখে তাকিয়ে দেখছে অন্যদের হাসি সুখ !
কি অপরাধ নিয়ে তারা এসেছিল এই পৃথিবীতে ? কেন তাদেরকে দেখতে হচ্ছে রক্ত, বারুদ ,বোমা আর কান্নায় ছাওয়া এক বিভীষিকাময় দুনিয়া ?
সম্রাজ্যবাদী নরখাদকদের হিংস্র আঁচরে ওদের সুন্দর পৃথিবীটা ক্ষতবিক্ষত । জীবনের শুরুতেই শেষ হয়ে যাচ্ছে জীবন ! ..............................
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার ,
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার......................
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাকি এতে আপনাদের সে দেশে থাকা নিয়ে ঝামেলায় পড়বেন ?
এসব শত শত সিরিয়ান রিফিউজিদে জন্য কিছু করতে হলে রাষ্ট্রীয় সাহায্যে দরকার । যা বিভিন্নভাবেই করা হচ্ছে ।
কিন্তু দেশহারা গৃহহারা এই মানুষগুলির জন্য যে এই কষ্টের নিয়তি তা কি দূর করা সম্ভব ? :(
মন্তব্য করতে লগইন করুন