স্বর্ণযুগের বাংলা
লিখেছেন লিখেছেন আরিফা জাহান ০২ জানুয়ারি, ২০১৬, ০৪:৫৭:০৫ বিকাল
বাংলাদেশ নামক রাষ্ট্রের সর্ববিভাগের চলমান সার্বিক সুস্ষ্ঠতা, বহমান ন্যায়পরায়ণতার একটা রূপক গল্প বলি ,
'' এক রাতে এক গ্রামের এক পিঁপড়া কাঁদতে কাঁদতে, ফতুয়ার কোনা দিয়ে চোখ মুছতে মুছতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে । পথে দেখা হলো এক উইপোকার সাথে । উইপোকাটা অবাক হয়ে জিজ্ঞেস করল
-----কি ব্যাপার পিঁপড়া খালু! তুমি এই সময়ে এইভাবে কোথায় যাচ্ছ !!
পিঁপড়া কাঁদতে কাঁদতেই বলল ,
------ওরেএএএ উইপোকাআআআআআরে !!এ ছিল আমার কপালে !! গ্রামের ওই কুমারী হাতিটা গর্ভবতী হয়েছে কিভাবে কেউ জানেনা । বিচার বসিয়ে সবাই দায়ী করল আমাকেই ! আমি নাকি এই কাহিনীর নায়ক !!
সবাই মিলে ১৮৮ ধারা জারি করে দিয়েছে যে আমাকে নাকি সকাল হবার আগেই গ্রাম ত্যাগ করতে হবে ............
বিষয়: বিবিধ
১০৪৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন