agitated :( :(

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ০৯ ডিসেম্বর, ২০১৫, ০১:০৯:৪৩ দুপুর

যাচ্ছে সময়,চলছে মানুষ

ঘুরছে যুগের চাকা,

ভরছে জগত আমজনতায়

বাড়ছে ফাঁকা মাথা ।

আবেগ-বুদ্ধি, বিবেক-জ্ঞান

সব হারিয়ে আজ,

উল্টাপাল্টা চাল চলনে

গিইল্লা খাইছে লাজ ।

মরছে মানুষ, জ্বলছে সমাজ

পুড়ছে পুরো দেশ,

তারপরেও থামেনা ঢোল

আছে নাকি বেশ !

উপর তলার আমলা কাম্লার

হাঁকডাকেরই ডরে

মধ্যেবিত্তের চাকায় পিষে

অর্ধেক মানুষ মরে ।

স্কুল,কলেজ আর ভার্সিটিতে

দুর্নীতির সব খেলা

ক্যামনে রে ভাই মানুষ হবো

চিন্তা যে হয় ম্যালা ।

অশ্লীলতার অপঘাতে

ধুঁকছে পুরো দেশ,

উড়নচণ্ডী চলাফেরায়

হচ্ছে শালীন শেষ ।

শুকুনের চোখ পড়ছে দেশে

লাগছে রে দ্যাখ খরা,

মানুষের প্রতি ভালবাসা

যেখানে আজ মরা ।

যেদিকে চাই,যেদিকে যাই

অস্থিরতার ছোঁয়া,

শান্তি সুখের হাওয়া ত সেই

কবেই গেছে খোয়া!

বিষয়: বিবিধ

৯৫২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353342
০৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:১৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নৈতিকতা শিখানোর জন্য তৈরী হয়নি হয়েছে সেকুলার মানুষ তৈরীর জন্য তাই সেখান থেকে নৈতিকতা শিখে ভাল মানুষ হবার আশা করাই বোমাকী। কবিতা বেশ সুন্দর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File