,,,,,,,,,,,,,,,,,,,,

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ০৮ জানুয়ারি, ২০১৫, ০৪:২৯:১৮ রাত

আমার পৃথিবী যে শত সহস্র সেতারা হেলালের উজ্জ্বলতায় দীপ্ত ।

নিঝুম রাতে সুপ্ত আকাশ যেখানে আছে অস্পষ্ট চাঁদ আর শত নক্ষত্রের

উজ্জলাতায় ঘুমায়েছে সাদা মেঘ ।

আমার পৃথিবী যে সুবেহ সাদিকে দখিনা হিল্লোলের সাথে ভেসে আসা পাখির কুহতানে

মুখরিত বেলা ।

ভেজা রক্তিম গোলাপের স্নিগ্ধতায় আর কৃতজ্ঞতার আবেশে ঢেকে যাওয়া হৃদয় ।

আমার পৃথিবী যে গুঞ্জরিত হয়ে আছে অব্যাক্ত ভালবাসার সরব নিরবতায় !

আর কখনোবা হৃদয়ের পূর্ণতায় অনাবিল হাসি ।

আমার পৃথিবী যে বৃষ্টিভেজা বেদনা বিধুর সন্ধ্যায় সারোবরে টুপটাপ ঝরে পড়া বৃষ্টি ফোঁটা

অবচেতন হৃদয়ে ক্ষুধিত পাষাণের নিষ্ঠুর খেলা!

কখনোবা ঘুমন্ত হৃদয়ে কাঙ্ক্ষিত অস্পষ্ট পদধ্বনি !

আমার পৃথিবী যেখানে আছে কুয়াশাছছন্ন নিঝুম রাতে দূর বহুদূর ত্থেকে ভেসে আসা ডাহুকের ডাক ।

স্বপ্নের পথ ধরে নীল কষ্টের প্রাচীর পেরিয়ে ভালবাসার উপত্যকায় শুধু প্রেমময় হৃদয়ের তামান্না ।

আমার পৃথিবী যেখানে হৃদয়ের গুলবাগে ফোটা সুরভিত

হাজারো ফুলের মাঝে নির্মল সুখের কামনা ।

বিষয়: বিবিধ

৮৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299760
০৮ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:২৩
কাহাফ লিখেছেন :
আপনার স্বপ্নঘেরা পৃথিবী বিস্তৃত থেকে বিস্তৃতিতর হোক এই শুভ কামনা রইল!
শিরোনাম সহ উপস্হাপনার বৈচিত্রতা ভালই লাগল!
শিরোনামে কিছু না লিখেই অনেক কিছু বুঝালেন যেন!!
অনেক অনেক ধন্যবাদ Rose Rose Rose
299837
০৮ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
আরিফা জাহান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File