বালির বাঁধ
লিখেছেন লিখেছেন আরিফা জাহান ০২ জানুয়ারি, ২০১৫, ০৫:৩৩:১১ বিকাল
এই আওয়ামী জালিম সরকার যদি মনে করে থাকে যে ইসলামী আন্দোলনের সব বড় বড় নেতাকর্মীদের কয়েদখানায় বন্দি করে নির্যাতন আর ফাঁসি দিয়ে শেষ করে দিবে আন্দোলনকারীদের মনোবল দিশেহারা করে দিবে এই পথের পথিকদের ।
তাহলে শোনে রাখো হে অত্যাচারী জালিম শাসক !এই পথের পথিকরা চলে পাহাড়সম দৃঢ়তা আর মহান মালিকের উপর পূর্ণ আস্থা নিয়ে । আর তোমরা যা করছ এটা তোমাদের কমজোরি চিন্তা আর আর ভিতু আত্মার পরিচয় বহন করে মাত্র । তোমরা যা করছ তা শুধু কালো ইতিহাসের জারজ উত্তরসূরিদের যোগ্য ।
তোমাদের এই পাপাত্মার অট্টহাসি ছিল এবং থাকবে । এই পথের সিপাহসালারদের শহীদ করলেই শেষ হয়ে যাবেনা এ পথের সেনাদের যাত্রা ।
জেনে রাখো . ইসলামের মহান সেনাপতি রাসুল সঃ কে দেয়া হয়েছিল জঘন্য মিথ্যা অপবাদ আর করা হয়েছিল নির্মম নির্যাতন । আর এসব কারা করেছিল জানো ? অজ্ঞ জালিম আর দুশ্চরিত্র জাহেলরা । করেছিল সীমাহীন নির্যাতন উনার সব অনুসারীদের । শত রক্ত কান্না ত্যাগ আর নির্মমতার উপত্যকা পেরিয়ে উনারা দিকে দিকে ছড়িয়েছিল সত্যের পয়গাম । আমরাতো এই পথকেই ভালবেসেছি । যদি মনে কর এ সময়ের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে থামিয়ে দিবে তাদের পথচলা তাহলে শুনে রাখো ফেরাউন ...... নমরুদ আর আবু জাহেলদের দিয়েই ইতিহাসের পাতা বন্ধ হয়ে যায়নি ।
জামাল নাসের .. শ্যারন আর বুশরাও পয়দা হয়েছে আর পয়দা হয়েছ তোমরা !
তাই বলে থেমে থাকেনি সাইয়েদ কুতুব .. হাসান আল বান্না .. মওদুদি আর গোলাম আজমদের সংগ্রামী পথ চলা । তোমরা চলো মিথ্যা আর পাপের কালো পথে আলেয়ার আলো নিয়ে । তোমরা তোমরা নমরুদ আর ফিরাউনের উত্তরসূরি ....... জামাল নাসের আর শ্যারনের পরবর্তী প্রজন্ম !
যাদের জিল্লতির মওতের সাথে সাথেই শেষ হয়ে যায় জিন্দেগিভর অর্জিত কালো ক্ষমতার মিথ্যা আমল আর মিশে যায় অন্তহীন জিল্লতী আর জাহান্নামের কালো আগুনে !
তোমরা তোমাদের পাপাত্মা নিয়ে মখমলের বিছানায় মদের পেয়ালা হাতে .. বাহুডোরে নগ্ন পরস্ত্রী আর নটীদের জড়িয়ে ... শরাবির নেশায় মত্ত হয়ে বেসুরে গলায় দুশ্চরিত্রের অপবাদ দাও তাদের যারা সারাটা দিন কাটায় আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে আর সারা রাত কাটে আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত নয়নে জায়নামাজে বসে !
হায় ! যদি জানতে এই উন্মত্ত তাণ্ডব নৃত্য আর বেইমানীর অট্টহাসির আড়ালে তোমাদের দিকে ধেয়ে আসছে নিয়তির কালো ফয়সালা ! তাহলে তোমাদের প্রভুদের খুশি করার জন্য বেওকুফের মত এদেশের মাটি আলেমদের পবিত্র রক্ত দিয়ে রঞ্জিত করতে পারতেনা !
পারতেনা মিথ্যার কাঠগড়ায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের দাড় করিয়ে বেইন্সাফির রশিতে ঝুলাতে !
কমজোরি চিন্তা দিয়ে বেওকুফের মত প্রভুদের খুশি করছ । কিন্তু হায় ! বুঝতে পারছনা একদিন এমন একটা সময় আসবে যেদিন মহান আল্লাহ তোমাদের সেই প্রভুদের দেবীর বাম হাতের কালো ছায়ায় ঢেকে দিবে তোমাদের অস্তিত্ব ।
পৃথিবীর কোন কিছুই নিয়মের বাহিরে চলেনা । বর্তমান চলছে তার আপন গতিতে ...... অমোঘ সত্যের আহ্বান নিয়ে আসবে ভবিষ্যৎ আবার সব কিছু অতীত হয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নেয় ।
কেউ ইচ্ছা করলেই যেমন এর পরিবর্তন করতে পারবেনা তেমনি পারবেনা দুঃসময়ের পাতায় সুসময়ের ছবি আঁকতে ।
তোমরাও কোনদিন পারবেনা জনগণের আমানতের খেয়ানত করে কোটি হৃদয়ের ঘৃণা আর অভিশাপ নিয়ে ইতিহাসের সাদা পাতায় কিছু লিখতে । ইনসাফ আর মানবতার টুটি চেপে কমজোরি দিল আর মাল্লাবিহিন নায়ে সাওয়ার হয়ে পাপের কালো সমুদ্র পাড়ি দিতে চাইছ ? অচিরেই নিমজ্জিত হবে তোমাদেরই তেরি দুর্ভাগার কালো ছায়ায় ।
হায় যদি তোমরা অনুভব করতে পারতে কোটি জনতার হৃদয়ের শান্তির তামান্নার এতটুকু অনুভব !
এই আওয়ামী জালিম সরকার যদি মনে করে থাকে যে ইসলামী আন্দোলনের সব বড় বড় নেতাকর্মীদের কয়েদখানায় বন্দি করে নির্যাতন আর ফাঁসি দিয়ে শেষ করে দিবে আন্দোলনকারীদের মনোবল দিশেহারা করে দিবে এই পথের পথিকদের ।
তাহলে শোনে রাখো হে অত্যাচারী জালিম শাসক !এই পথের পথিকরা চলে পাহাড়সম দৃঢ়তা আর মহান মালিকের উপর পূর্ণ আস্থা নিয়ে । আর তোমরা যা করছ এটা তোমাদের কমজোরি চিন্তা আর আর ভিতু আত্মার পরিচয় বহন করে মাত্র । তোমরা যা করছ তা শুধু কালো ইতিহাসের জারজ উত্তরসূরিদের যোগ্য ।
তোমাদের এই পাপাত্মার অট্টহাসি ছিল এবং থাকবে । এই পথের সিপাহসালারদের শহীদ করলেই শেষ হয়ে যাবেনা এ পথের সেনাদের যাত্রা ।
জেনে রাখো . ইসলামের মহান সেনাপতি রাসুল সঃ কে দেয়া হয়েছিল জঘন্য মিথ্যা অপবাদ আর করা হয়েছিল নির্মম নির্যাতন । আর এসব কারা করেছিল জানো ? অজ্ঞ জালিম আর দুশ্চরিত্র জাহেলরা । করেছিল সীমাহীন নির্যাতন উনার সব অনুসারীদের । শত রক্ত কান্না ত্যাগ আর নির্মমতার উপত্যকা পেরিয়ে উনারা দিকে দিকে ছড়িয়েছিল সত্যের পয়গাম । আমরাতো এই পথকেই ভালবেসেছি । যদি মনে কর এ সময়ের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে থামিয়ে দিবে তাদের পথচলা তাহলে শুনে রাখো ফেরাউন ...... নমরুদ আর আবু জাহেলদের দিয়েই ইতিহাসের পাতা বন্ধ হয়ে যায়নি ।
জামাল নাসের .. শ্যারন আর বুশরাও পয়দা হয়েছে আর পয়দা হয়েছ তোমরা !
তাই বলে থেমে থাকেনি সাইয়েদ কুতুব .. হাসান আল বান্না .. মওদুদি আর গোলাম আজমদের সংগ্রামী পথ চলা । তোমরা চলো মিথ্যা আর পাপের কালো পথে আলেয়ার আলো নিয়ে । তোমরা তোমরা নমরুদ আর ফিরাউনের উত্তরসূরি ....... জামাল নাসের আর শ্যারনের পরবর্তী প্রজন্ম !
যাদের জিল্লতির মওতের সাথে সাথেই শেষ হয়ে যায় জিন্দেগিভর অর্জিত কালো ক্ষমতার মিথ্যা আমল আর মিশে যায় অন্তহীন জিল্লতী আর জাহান্নামের কালো আগুনে !
তোমরা তোমাদের পাপাত্মা নিয়ে মখমলের বিছানায় মদের পেয়ালা হাতে .. বাহুডোরে নগ্ন পরস্ত্রী আর নটীদের জড়িয়ে ... শরাবির নেশায় মত্ত হয়ে বেসুরে গলায় দুশ্চরিত্রের অপবাদ দাও তাদের যারা সারাটা দিন কাটায় আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে আর সারা রাত কাটে আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত নয়নে জায়নামাজে বসে !
হায় ! যদি জানতে এই উন্মত্ত তাণ্ডব নৃত্য আর বেইমানীর অট্টহাসির আড়ালে তোমাদের দিকে ধেয়ে আসছে নিয়তির কালো ফয়সালা ! তাহলে তোমাদের প্রভুদের খুশি করার জন্য বেওকুফের মত এদেশের মাটি আলেমদের পবিত্র রক্ত দিয়ে রঞ্জিত করতে পারতেনা !
পারতেনা মিথ্যার কাঠগড়ায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের দাড় করিয়ে বেইন্সাফির রশিতে ঝুলাতে !
কমজোরি চিন্তা দিয়ে বেওকুফের মত প্রভুদের খুশি করছ । কিন্তু হায় ! বুঝতে পারছনা একদিন এমন একটা সময় আসবে যেদিন মহান আল্লাহ তোমাদের সেই প্রভুদের দেবীর বাম হাতের কালো ছায়ায় ঢেকে দিবে তোমাদের অস্তিত্ব ।
পৃথিবীর কোন কিছুই নিয়মের বাহিরে চলেনা । বর্তমান চলছে তার আপন গতিতে ...... অমোঘ সত্যের আহ্বান নিয়ে আসবে ভবিষ্যৎ আবার সব কিছু অতীত হয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নেয় ।
কেউ ইচ্ছা করলেই যেমন এর পরিবর্তন করতে পারবেনা তেমনি পারবেনা দুঃসময়ের পাতায় সুসময়ের ছবি আঁকতে ।
তোমরাও কোনদিন পারবেনা জনগণের আমানতের খেয়ানত করে কোটি হৃদয়ের ঘৃণা আর অভিশাপ নিয়ে ইতিহাসের সাদা পাতায় কিছু লিখতে । ইনসাফ আর মানবতার টুটি চেপে কমজোরি দিল আর মাল্লাবিহিন নায়ে সাওয়ার হয়ে পাপের কালো সমুদ্র পাড়ি দিতে চাইছ ? অচিরেই নিমজ্জিত হবে তোমাদেরই তেরি দুর্ভাগার কালো ছায়ায় ।
হায় যদি তোমরা অনুভব করতে পারতে কোটি জনতার হৃদয়ের শান্তির তামান্নার এতটুকু অনুভব !
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন