রহস্যময় সন্ধ্যা
লিখেছেন লিখেছেন আরিফা জাহান ০২ জানুয়ারি, ২০১৫, ০৫:৩৮:৪৮ সকাল
ক্লাস থেকে ফেরার পথে প্রতিদিনই বুড়ো লোকটাকে দেখি । পার্কের পাশে একটা ছোটখাটো ফলের দোকান । কেন যেন লোকটাকে আমার অদ্ভুত লাগে ! কোনিয়াতে এখন তাপমাত্রা প্রায়ই মাইনাসে থাকে মাঝে মাঝে তুষারপাত হয় কখনোবা আবার বৃষ্টি । আজকে বিকেলে বৃষ্টি হয়েছে তার ওপর প্রচণ্ড বাতাস আবার তাপমাত্রা এত কম যে বাতাসটাকে মনে হচ্ছে ঠাণ্ডা ছুরি ! ট্রেন থেকে নেমে আমার ইয়ুরথে যেতে দু মিনিট হাঁটতে হয় । আমি খুব দ্রুত হাঁটছিলাম ঠাণ্ডার কারনে । মেঘে ঢাকা আকাশটা
কালো হয়ে আছে । বৃষ্টির কারনে চারপাশে কেমন যেন কুয়াশাচ্ছন্ন ভাব এমনিতে সন্ধ্যাও হয়ে আসছে । শহরটা এমনিতেই সব সময় নিরব থাকে আজ এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় অারো অদ্ভুত নিরব মনে হচ্ছিল । পার্কের গাছগুলোর নাম জানিনা অনেকটা পাইন গাছের মত মনে হয় । এরকম গাছ সাধারণত বরফাঞ্চলেই দেখা যায় । বেঞ্চিগুলো ভিজা । মানুষজন নেই । পার্কটা অতিক্রম করার সময় নজরে পড়ল বুড়ো লোকটাকে দোকানের সামনে চুপচাপ বসে আছে । এই কুয়াশাছছন্ন বৃষ্টিভেজা অদ্ভুত নীরব সন্ধ্যায় লোকটার দিকে তাকিয়ে কেন জানি আমার মনে হল এই দৃশ্য বাস্তব নয়! আমার ছোটবেলার কল্প জগতের একটা অংশ এই মুহূর্তটা !
ছোট সময় থ্রিলার অথবা সায়েন্সফিকশান পড়ার সময় এরকম এরকম কিছু ছবি আমার চোখে ভেসে আসত । পাহারঘেরা ছিমছাম নিরব শহর . কুয়াশাছছন্ন আদ্ভুত সন্ধ্যা! নীরব প্রকৃতি !! রহস্য মানুষ!!!
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন