ক্ষমা করো
লিখেছেন লিখেছেন আরিফা জাহান ০৭ জুলাই, ২০১৪, ১১:০৮:১০ সকাল
এই শান্ত মধুর স্নিগ্ধ সন্ধ্যাই বসে আছি একা
মেঘে ঢাকা আকাশ আর আঝর শ্রাবণ ধারা ।
ব্যালকনি থেকে আসছে ভেসে নাম না জানা ফুলের সুবাস ।
এতো মোহময় পরিবেশ তবু সিক্ত হতে পারছিনা আঝর জলধারায়;
মগ্ধ হতে পারছিনা এই শীতল হাওয়াই ভেসে আসা ফুলের ঘ্রানে !
এই ঘ্রানের আড়ালে আমার নাকে আসে রক্ত আর বারুদের উৎকট গন্ধ!!
আজানের ধ্বনির সাথে আমার কানে ভেসে আসে আহত শিশুর আর্তনাদ !
গোধূলি বেলার পশ্চিমাকাশের লালিমাকে মনে হয় শহিদি রক্তের আবির
যার নিচে পাওয়া যাবে শহীদ মুজাহিদ ভাইদের রক্তাক্ত পবিত্র তাজা লাশ !!
আমার ইচ্ছে করে সেই কাশ্মীরি কণ্ঠে কণ্ঠ মিলিয়ে চীৎকার করে বলি
হে দাজ্জালের উত্তরসূরীরা ফুরিয়ে আসছে তোমাদের দিন !!!
আমাদের হাতেই খেসারত দিতে হবে তোমাদের কালো পাপাচারের!
ইচ্ছে করে মরু সাইমুমের ঝড়ো হয়ে বন্দিশালা থেকে আমার নির্যাতিতা
বোনের কাঁপা কাঁপা হাতে লিখা সেই রক্তাক্ত কষ্টের নীল চিঠিগুলো নিয়ে যাই
আমার সেই মুজাহিদ ভাইদের কাছে যারা অতন্ত্র প্রহরীর মত নির্ঘুম
জেগে আছে ইসলাম রক্ষার ধ্যানে!!!
যাদের মন মগজ জড়িয়ে যায়নি বিধ্বংসী তাগুতের জালে ।
কোথায় পাবো তাঁদের আমি জানাতে এই কষ্টের সত্য পয়গামগুলি?
রক্তাক্ত হৃদয় আর বুকভরা কান্না নিয়ে ক্ষমা চাচ্ছি শত শহীদি আত্মার কাছে!
আমার শত মায়ের হারানো সেই সন্তানদের কাছে!!!
ক্ষমা করো সামুন ক্ষমা করো বোন ফাতেমা!
আল্লাহর কাছে তোমরাই হবে সম্মানিত !
ক্ষমা তাঁদের যারা বিলিয়েছে জীবন তোমাদের মুক্ত হাসির জন্য ।
কিন্তু পারেনিকো মুক্তি ছিনিয়ে আনতে গাদ্দারদের বেড়াজাল থেকে !!
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন