হ্যাংলা নায়ক

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ১৭ জুন, ২০১৪, ১২:০৩:৪৩ রাত



পচাত্তুরে মুজিব গেলো আইলো সেনা দেশে

এরশাদ মিয়া থাকে তখন সাধু সেনার বেশে ।

মুশতাক আর মোশারফ নাটক হইল যখন শেষ

এরশাদ তখন তালি বাজায় বাহবা বেশ ।

জিয়ার মরণ নিয়ে মাঠে যখন বাঁধলো কুয়াশায়

উনি আশায় বান্ধে বুক যাইতে ক্ষমতায় ।

ক্ষমতায় গেল ল্যাংড়া জ্ঞানী হ্যাংলা এরশাদ

জনগণের স্বপ্ন আশা হইল বরবাদ !

বিফল এরশাদ সরকার জনতার খাইলো জুতার বারি

জানের ডরে ছিলা চামড়ায় ক্ষমতা ছাড়ল তাড়াতাড়ি ।

নারী লোভী ঢিল ক্যারেক্টার মরে প্রেমের ঘোরে

বিদিশারে স্বপ্ন দেখায় আসো আমার ঘরে

বিশ্ব সুন্দরি নেত্রী হইবা আমারি হাতটা ধরে !

কষ্টের চোটে রওশন বিবির মাথায় আগুন চড়ে

একলা পাইয়া ধইরা ঘোফে হ্যাঁচকা টান মারে !

বিদিশা যহন টের পাইল এরশাদের দুই নাম্বারি

গালি ছাইড়া থুতু মাইরা চইলা গেলো তারে ছাড়ি !

বিবিহারা এরশাদ মিয়া কান্দে ঘুমের ঘোরে

রওশন দূরে বিদিশা নাই বিবি ডাকব কারে !

সব ছাইড়া হ্যাংলা আবার আইল ময়দানে

সুস্থ রাজনীতি তারে নাকি জড়াইয়া ধরে টানে !

জনসভায় খাড়ায়া কয় তারে নাকি মাইনষে ভালোবাসে

কথা তার শুইনা রাতের হুতুম প্যাঁচাও হাসে !

তলিছাড়া হ্যাংলা এরশাদ রাজনীতিতে ভুখা

যে দলে যায় শেষকালে পায় জুতার তলা দেখা ।

সুবিধাভোগী এরশাদ কুল না পাইয়া মায়া কান্দা কান্দে

মায়া কইরা হাসিনা তারে দূতের গিঁট দেয়ে আ.লীগে বান্দে ।

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235624
১৭ জুন ২০১৪ রাত ১২:৩৫
খায়রুল ইসলাম লিখেছেন : ভালো লাগলো আর চাই এরকম লেখা
235731
১৭ জুন ২০১৪ দুপুর ১২:৫২
হতভাগা লিখেছেন : Simply awesome আপু ! হেব্বি একটা ছড়া দিয়েছেন ।

আমি একটা সংগ্রহে রেখেছিলাম গত ডিসেম্বরে।
দেখতে পারেন


235756
১৭ জুন ২০১৪ দুপুর ০১:৫৩
egypt12 লিখেছেন : শুভকামনা রইল Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File