কেন???
লিখেছেন লিখেছেন আরিফা জাহান ২০ মে, ২০১৪, ০৬:৫৭:৩৮ সন্ধ্যা
গভীর রাতে অভিশপ্ত নগরীতে বিচরণ করা নিশাচর ভাম্পায়েরের নীল রক্তের বিষাক্ত ভাইরাস শুষে নিয়েছে শাসকের শুভদৃষ্টি ।
মধ্যরাতের শত দীর্ঘশ্বাস ধ্বনি হিম করে দিচ্ছে ঘুমের উষ্ণতাকে ।
মায়ের নিথর লাশের উপর ঝুঁকে কান্না করা অবুঝ শিশুর চোখের পানি রক্তের আবিরে একাকার হয়ে মালিকের দরবারে লিখে যাচ্ছে ফরিয়াদনামা ।
রাজপথের ধুলায় মিশে আছে মানুষের বেঁচে থাকার আকুল আকুতির শেষ চিহ্নটুকু অথচ নেই আমানতদারীর হৃদয়ে !!!
সত্যর সারোবরে শ্বেত রাজহংসের শুভ্র পালকগুলো কালো করে দিচ্ছে মিথ্যার কালিমায় !
কোমল হৃদয়গুলো কেড়ে নিচ্ছে অন্ধ জারজ নিশাচর রক্তপিপাসু ড্রাকুলার মায়াজালে !
পৃথিবীর বুকে প্রতিটি ইঞ্চি মাটি আজ লাল হয়েছে শুষিতের রক্তে ! বিপ্নন মানবতার হাহাকার ধ্বনি সাহারার দিকে দিকে প্রতিধ্বনিত হয়ে মিশে যাচ্ছে সপ্ত আসমানে !
পৃথিবীটা আজ ভয়ংকর জনপথ .........বিষে বিষে নীল হয়ে আছে যার বক্ষ !
পৃথিবীটা হয়ে গেছে আজ ভয়ংকর মৃত্যু উপত্যকা !!!
কিন্তু এমনটাতো হওয়ার কথা ছিলোনা ! কেন ....কেন !!!!!
হে আমার ভাইয়েরা .....তোমাদের আসল হিম্মত কি শুধুই পূর্বপুরুষদের ইতিহাস চর্চায় আর অন্ধকারে সরব গলায় নিষ্ফল হুঙ্কারে ? তোমরা কেন ভয় পাচ্ছ মিথ্যা তাগুত আর গাদ্দারদের ?
তোমরা কি মনে কর জাহিলিয়াতের কিছু বাকি আছে এখনো ?
আজ তোমাদের মাঝে মুহাম্মদ ( স) সেনাপতি নেই কিন্তু তোমরাইতো উম্মতে মুহাম্মদি! উনার সবকিছুই তোমাদের দিয়ে গেছেন ।
খালিদ নেই তারিক নেই কিন্তু তোমরাইত তাঁদের উত্তরসুরি । মুহাম্মদ বিন কাশিম আর বখতিয়ার নেই কিন্তু তাঁদের বিজয় ধ্বনিতো তোমরা ভুলে যাওনি !
তাহলে কেন ? কেন তোমরা স্বেচ্ছায় তোমাদের মনে সত্যের কবাটকে মরিচায় ঢেকে দিচ্ছ ??
কেন আজ জমিনে রক্তাক্ত প্রশ্নের পয়দা করছ ?? কেন অর্পিত কর্তব্য ভুলে তোমাদের জন্য সাজানো নির্ধারিত জান্নাতের সুবাস হারাম করে দিচ্ছ ???
কেন???????
বিষয়: বিবিধ
৯৭৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আশাকরি আপনার হাতকে গতিশীল করবেন।
আমরা আরো লেখা আশা করছি।
আশাকরি আপনার হাতকে গতিশীল করবেন।
আমরা আরো লেখা আশা করছি।
মন্তব্য করতে লগইন করুন