আমেরিকায় ইসলাম ধর্মের বিস্তার লাভ!

লিখেছেন লিখেছেন শার্লক হোমস ১৫ জুন, ২০১৪, ০৯:৩৭:২৭ সকাল

আমেরিকার ২০টি প্রদেশে দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিসেবে ইসলাম পরিগণিত হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রে ইসলাম ধর্মের প্রসারের ফলে সে দেশের ২০টি প্রদেশে দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিসেবে ইসলাম পরিগণিত হয়েছে। সম্প্রতি আমেরিকার পরিসংখ্যান প্রতিষ্ঠানের এক জরিপে দেখা গিয়েছে, পূর্বের মতো বর্তমানেও আমেরিকায় প্রথম বৃহত্তম ধর্ম হিসেবে খৃষ্টান ধর্ম বিবেচিত হয়েছে। কিন্তু এ পরিসংখ্যানের মাধ্যমে ইসলাম ধর্মের ব্যাপক প্রসারের ব্যাপারটি পরিলক্ষিত হয় এবং সেদেশের ২০ প্রদেশে দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিসেবে শান্তির ধর্ম ইসলাম পরিগণিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মীয় প্রতিষ্ঠান পরিসংখ্যান কাউন্সিল এ জরীপ করেছে। প্রতি দশ বছর অন্তর উক্ত কাউন্সিল এ ধরণের জরিপ করে থাকে। এ পরিসংখ্যানে দেখা গিয়েছে আমেরিকার দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে ইসলাম ধর্ম ব্যাপক ভাবে বিস্তার লাভ করেছে। যার ফলে দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিসেবে পরিচিতি লাভ করেছে। আমেরিকায় যদিও দুই তৃতীয়াংশ খৃষ্টান। তারপরও ২০টি প্রদেশে শান্তির ধর্ম ইসলাম এবং ১৫টি প্রদেশে ইহুদি এবং দু’টি প্রদেশে হিন্দু দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিসেবে পরিগণিত হয়েছে। এছাড়াও অন্যান্য পরিসংখ্যানে দেখা যায়, ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে এক মিলিয়ন আমেরিকান ইসলাম ধর্মের ছায়াতলে এসে মুসলমান হয়েছেন।

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234994
১৫ জুন ২০১৪ সকাল ১১:০৪
হতভাগা লিখেছেন : লাভ কি , এই আমেরিকাই তো ইসরায়েলকে বেকআপ দেয় ফিলিস্তিনের মুসলিম নিধনে ।

নিজেরাও মধ্যপ্রাচ্যে মুসলমানদের খনিজ সম্পদ লুটতে বিভিন্ন বাহানা বানায় ।

সেই লুটের সম্পদে আমেরিকানরা হৃষ্টপুষ্ট হচ্ছে সাথে এই আমেরিকান নওমুসলিমরাও ।

মুসলনাম হয়ে কি তারা আমেরিকার এই চালবাজি বন্ধ করার কোন উদ্যোগ নিয়েছে ? নাকি লুটে আনা সম্পদ গোগ্রাসে গিলছে ?
235014
১৫ জুন ২০১৪ সকাল ১১:৫১
নূর আল আমিন লিখেছেন : আল্লাহু আকবার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File