সপ্ন দেখি অবিচ্ছিন্ন বাংলার!!

লিখেছেন লিখেছেন শার্লক হোমস ০৬ জুন, ২০১৪, ১১:৫১:৪১ রাত

জার্মানীর ইতিহাস পড়ছিলাম। এক সময় জার্মানী আজকের মত একত্রই ছিলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানীকে ভেঙে দুই টুকরো করে ফেলা হয়। পূর্ব জার্মানী এবং পশ্চিম জার্মানী। মাঝকানে কাঁটাতার হয়ে দাঁড়িয়ে রইলো বার্লিন প্রাচীর। একই মানুষ, একই ভাষা কিন্তু দুটি দেশ। এক জার্মানী ছিলো আমেরিকার হাতে। তারা সেখানে গণতন্ত্রের চাষ করলো। অন্য অংশ ছিল সোভিয়েত রাশিয়ার নিয়ন্ত্রণে। সেখানে হত কমিউনিজমের চাষ। ডেমোক্রেসি আর কমিউনিজমের বিরোধিতা নিরন্তর। তবু শত বিপত্তিকে পাশ কাটিয়ে জার্মানী এক হতে পেরেছে। সকল ভিন্ন মতের সম্মিলন ঘটিয়ে দুই জার্মানী এক হয়েছে আবার, ধ্বংস করা হয়েছে বার্লিন প্রাচীর। জার্মানী এখন পৃথিবীর পরাশক্তিগুলোর মধ্যে অন্যতম একটি দেশ।

ভারতবর্ষের ইতিহাসে বাংলা ভূখন্ড একটি অনস্বীকার্য অধ্যায়। বাংলার আছে গৌরবোজ্জ্বল ইতিহাস। কিন্তু শাসককূল এবং রাজনীতিবীদদের ব্যর্থতায় আজ বাংলা দুটুকরো হয়ে গেছে। পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা। একই ভাষা, একই মানুষ, কিন্তু দুটি প্রদেশ। সাতচল্লিশে পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান নাম ধারণ করে পাকিস্তানের প্রদেশ হিসেবে অংগীভূত হয়। অন্যদিকে পশ্চিম বাংলা ভারতের অংশে যুক্ত হয়। বার্লিন প্রাচীরের মত প্রাচীর নেই এখানে। কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার কারণে এখানে ধর্ম নামের এক বিশাল বাঁধা আছে। দুই জার্মানীর মত দুই বাংলার এক হওয়া তাই অত সহজ হবে বলে আমি মনে করিনা।

তবু স্বপ্ন দেখতে দোষ নেই। সেই স্বপ্নে হয়ত দুই দেশের সার্বভৌমত্ব নিয়ে সংকট দেখা দেবে। তবু আমি স্বপ্ন দেখতে। পৃথিবীতে শুধু বিচ্ছিন্নকামী নয় সংযুক্তকামী মানুষও আছে। একদল শাসকের ব্যর্থতায়, ভূল থিয়োরিতে যে বাংলা আলাদা হয়ে গেছে হয়ত অনাগত ভবিষ্যতে আরো একদল শাসকের হাতে আবার দুই বাংলা একীভূত হবে। পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা মিলে শুধু একটি দেশ হবে, শুধু বাংলাদেশ।

পক্ষ, বিপক্ষ, মত দ্বিমত সব কিছুই থাকতে পারে এই ভাবনায়। কিন্তু এই আন্দোলনটি যেন হয় অহিংস আন্দোলন সেই প্রত্যাশা রেখে যাচ্ছি অনাগত ভবিষ্যতের কাছে।

শাসক, রাজনীতিবীদদের অদূরদর্শীতা এবং ব্যর্থতায় বাংলা দুটুকরো হয়েছিলো সাতচল্লিশে। জার্মানীর মত আমরা স্বপ্ন দেখি অবিচ্ছিন্ন বাংলার। শুধু বাংলাদেশ!!!

বিষয়: বিবিধ

১০৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231580
০৭ জুন ২০১৪ রাত ১২:০৪
সন্ধাতারা লিখেছেন : খুব সুন্দর মিষ্টি একটি প্রত্যাশিত স্বপ্ন। অনেক অনেক ধন্যবাদ।
231631
০৭ জুন ২০১৪ সকাল ০৬:৫০
শেখের পোলা লিখেছেন : অদূরদর্শীতা ৪৭ এ হয়নি আজ হবে যদি তা পুনরায় একত্র হয়৷ এ দেয়াল মুশরীক আর মুমিনের মাঝে৷ ভুললে ভুল করাই হবে৷
231760
০৭ জুন ২০১৪ দুপুর ১২:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সমস্যা হচ্ছে একদল মানুষ বাংলা নয় বরং ভারতকে মনে করেন তার মাতৃভুমি ও জাতিয়তা হিসেবে। জার্মানিতে উভয় অংশই স্বাধিন ছিল।
231766
০৭ জুন ২০১৪ দুপুর ১২:৫৩
হতভাগা লিখেছেন : বাংলাকে মাতৃ ভাষা হিসেবে অর্জন এবং স্বাধীনভাবে আলাদা একটা রাষ্ট্র গঠন এটা এই বাংলাদেশী বাঙ্গালীরাই করেছে । এর জন্য রক্ত দিতে হয়েছে প্রচুর ।

এসব পশ্চিম বাংলার বাঙ্গালীরা করেন নি । হ্যাঁ সাহিত্যের জন্য তারা করেছে এটা অস্বীকার করা করা যাবে না । এটা তারা যখন করেছে তখন ভাষার উপর কোন চাপ ছিল না , ছিল তাদের কর্মের জন্য ।

পশ্চিম বঙ্গে বাংলা ভাষার চেয়ে হিন্দীর প্রাধান্য বেড়ে যাচ্ছে ।

আর আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি । একত্র হতে হলে ওদেরকে ভারত হতে স্বাধীন হয়ে আসতে হবে ।

আমরা ওদেরকে যত আপন মনে করি না কেন ওরা কিন্তু নিজেদের ব্যাপারে আমাদের কোন ছাড় দিতে রাজী না । মমতার আচরন দেখে কি আমাদের শিক্ষা হয় না ?

কিছু না করেও বাংলার জন্য উনারা যে ভাব নেন তাতে বোঝা যায় যে এক হলে ওরা পশ্চিম পাকিস্তানীদের মতই আচরন করবে । আর বাংলাদেশ তুলনামূলক ভাবে পশ্চিম বাংলার চেয়ে উন্নত । তাই তাদের সম পর্যায়ে আনতে বাংলাদেশকেই ত্যাগ স্বীকার করতে হবে । লাভের গুড় ওরাই খাবে ।

বঙ্গভঙ্গের সময় উনাদের আচরন আমরা কি ভুলে যাব ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File