৭১ এর মুক্তিযুদ্ধকে ভারত - পাকিস্তান যুদ্ধ প্রকাশ করায় প্রথম আলোর বিরুদ্ধে কি ব্যাবস্থা নেওয়া উচিৎ নয়???
লিখেছেন লিখেছেন শার্লক হোমস ১৭ মে, ২০১৪, ১১:৪১:০২ রাত
প্রথম আলো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পত্রিকা বলে প্রচার করে এদেশের সুচিল সমাজ খ্যাত অনেক ভারতীয় দালাল বুদ্ধিজীবীগণ। কিন্তু ইসলামী আন্দোলনে বিশ্বাসী এদেশের দেশপ্রেমিক জনগন বরাবরই বলে এসেছে যে প্রথম আলো ভারতীয় সংস্থা 'র' এর দালাল, মুখপত্র ও এজেন্ট।
এরা বরাবর ইসলামের বিরোধীতা করে এসেছে এবং ভারতের চামচামী করে এসেছে। আজ মোদীকে নিয়ে একটি লেখার মাধ্যমে তা আবার প্রমাণ করে দিল যে,
"প্রথম আলো ভারতের দালাল এদেশের শত্রু।"
তারা এদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না।
ভারতে গুন্ডে ছবিতে ইতিহাস বিকৃত করে ১৯৭১ সালে ভারত-পাকিস্থান যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি বলে এদেশের মানুষের সমালোচনার মুখে পড়েছিল।
পরে বাংলাদেশ থেকে দাবি জানানো হয়েছিল যেন ছবিটি থেকে কথাটি বাদ দেয়া হয়। ভারত কথাগুলো বাদ দিতে অস্বীকৃতি জানালেও ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছিল।
তারা ভীনদেশী তাদের বিরুদ্ধে জোরালো একশন নেয়ার ক্ষমতা আমাদের নেই কিন্তু দেশের অভ্যন্তরে যারা এমন অপরাধ করে তাদের বিরুদ্ধেতো ব্যবস্থা গ্রহন করার ক্ষমতা সরকারের রয়েছে??
তাহলে প্রথম আলোতে প্রকাশিত আমাদের মহান স্বাধনতা যুদ্ধ নিয়ে এমন বিকৃত কথা লেখার কারনে প্রথম আলোর কি শাস্তি হওয়া উচিৎ??
অবিলম্বে প্রথম আলোর প্রকাশক, সম্পাদক ও রিপোর্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হক। প্রত্রিকাটিকে সাময়িক ভাবে বন্ধ করে দেয়া যেতে পারে।
বিষয়: বিবিধ
১০৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন