মা দিবস?

লিখেছেন লিখেছেন শার্লক হোমস ১১ মে, ২০১৪, ১২:২৮:০১ দুপুর

মা দিবস..!!

সেটা আবার কি??

আরে, আজব তো? মাকে ভালবাসতে আবার দিবস লাগে নাকি??

মা কে তো সবাই ভালবাসে।

এটা আবার দিবস দিয়ে উদযাপন করতে হয় নাকি?

হ্যাঁ, এমনটা আমরা সবাই বলি কিন্তু কিছু কিছু মায়ের কপালে এই একটা দিনের জন্যেও সন্তানের ভালোবাসা জুটেনা।

আজ এই মা দিবসে অনেকেই হয়তো নিজের সন্তানের মা (বউ) কে নিয়ে "মা দিবস" পালন করছে।

অথচ তার মা বৃদ্ধাশ্রমে বসে বসে পুরনো স্রিতিগুলো মনে করছে আর চোখের পানি ফেলছে।

এতদিন মা দিবসের সঠিক তাৎপর্য খুজে না পেলেও আজ অনুধাবন করছি যে আসলেই কিছু কিছু সন্তানের জন্য তার মাকে ভালবাসতে একটা নির্দিষ্ট দিন দরকার।

আর এই জন্যই এই দিনটিকে মা দিবস হিসেবে বেছে নিয়েছে হয়ত।

লক্ষ করলে বুজবেন, আসলে

"কিছু কিছু সন্তানের ভালবাসা তার মায়ের প্রতি এক দিনের জন্য আর সকল মায়ের ভালবাসা তার সন্তানের প্রতি সারা জীবনের জন্য"।

কারন, পৃথিবীতে "মা দিবস" আছে কিন্তু কোন "সন্তান দিবস" নেই।

পৃথিবীর সকল মায়ের প্রতি রইলো শ্রদ্ধা ও ভালবাসা!!

বিষয়: বিবিধ

৯৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File