আমাদের দেশের নারীরা কোন অধিকার চায়?
লিখেছেন লিখেছেন শার্লক হোমস ১০ মে, ২০১৪, ০২:০২:৩৬ দুপুর
গর্ভবতী একটা মহিলা রাস্তা দিয়ে চলতেছে।
রাস্তার পাশে দুইজন যুবক বসে আছে। তারা একজন মহিলাকে লক্ষ করে বলতেছে,
মহিলাটির পেটে ছেলে নাকি মেয়? একজন বললো ছেলে, আরেকজন বললো মেয়।
এভাবে তারা বিতর্ক করতে শুরু করলো। তারপর এই দুইজন গর্ভবতী মহিলাকে জোরপূর্বক ধরলো। এবং মহিলার পেট কেটে দেখলো ছেলে নাকি ময়ে?
__________
হা। এমনটাই হতো আইয়ামে জাহিলিয়াতের যুগে। যখন নারীদের ছিলনা কোনো মুল্য। সেটাই বর্ননা করিতেছিলাম।
মানববতার মুক্তির দিশারী রাসূলুল্লাহ (সাঃ) দিলেন নারীদের অধিকার। বসালেন মায়ের আসনে।
_______
আজ আমাদের সমাজে "কতিপয় নারী বলে ইসলাম নাকি নারীদের অধিকার দেয় নি ।
আসলেই ইসলাম কি নারীদের অধিকার দেয় নাই?
ইসলাম নারীকে দিয়েছে সব ধর্মের থেকে বেশি সম্মান ।
দিয়েছে মায়ের পায়ের নিচে বেহেশত ।
স্ত্রী দিয়েছে তাঁর স্বামীর প্রতি অধিকার ।
বোনকে দিয়েছে তাঁর ভায়ের প্রতি অধিকার ।
তাহলে তাঁরা আর কিসের অধিকার চাইছে ?
অহহ
তাঁরা চাচ্ছে বেহায়াপনার অধিকার , নাকি
অর্ধ-উলঙ্গ হয়ে ঘুরার অধিকার ,নাকি
চাচ্ছে পুরুষের সাথে ঢলাঢলির অধিকার ,
নাকি চাচ্ছে ছেলে বন্ধুর সাথে রাত কাটানোর অধিকার ?
একজন প্রকৃত মুসলিম ভাই তার বোনকে কখনো কি এই অধিকার গুলো দিবে ?
বিষয়: বিবিধ
৮৬২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন