তারপর ও মুসলিমরা -ই সন্ত্রাসী!!

লিখেছেন লিখেছেন শার্লক হোমস ১০ মে, ২০১৪, ০৮:২৬:১০ সকাল

ফ্রান্সে বোরকা নিষিদ্ধ।

কারণে-অকারণে চলে সংখ্যালগু মুসলিমদের উপর নির্যাতন।

কিন্তু তারা অসাম্প্রদায়িক…

ইসরাইলে ৭৪% ইহুদীর বাস।

সেখানেও সংখ্যালগু মুসলিমদের রক্ত দিয়ে হোলী খেলে ইহুদীরা।

তারাও অসাম্প্রদায়িক…

বার্মাতে ৭০-৭২% বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাস।

সেখানে সংখ্যালগু মুসলিমদের মসজীদগুলো মাটির সাথে গুড়িয়ে দেওয়া হচ্ছে।তারা

মুসলমানদের বাড়িঘরে আগুন লাগিয়ে উৎসব করে।

তারপরও তারা অসাম্প্রদায়িক…

ভারতে ৮০-৮৩% হিন্দুর বসবাস।

সেখানে মুসলিম অধ্যুষিত এলাকা কাশ্মীরে মুসলিম যুবককে দিন দুপুরে বাবা-মায়ের সামনে গুলী করে হত্যা করে হিন্দুরা…

মায়ের কোল থেকে এক বছরের সন্তানকে কেড়ে নিয়ে ফুটন্ত গরম তেলের মধ্যে ফেলে সেই দৃশ্য দেখে তারা মজা নেয়।

তারপর তারাও অসাম্প্রদায়িক…

সম্প্রতি শুনলাম চীনে নাকি একটা আইন পাস হল যে মুসলিম মেয়েরা ১৮ বছরের আগে রোজা রাখতে পারবেনা…

এরপরও, চীনারা অসাম্প্রদায়িক…

আর বাংলাদেশে ৯৪% মুসলিমের বাস।

এখানে পূজা-পার্বনে পুলিশরা মন্ডপ ঘেরাও করে প্রটেকশান দেয়…

মন্দির ভাঙ্গার গুজব উঠলে এখানে মুসলীমের ছেলেরা রাত জেগে মন্দির পাহারা দেয় যাতে সংখ্যালগুদের কোন অধিকার খর্ব না হয় এবং তাদের ধর্মীয় অনুভূতিতে যেন কোন আঘাত না আসে…

এদেশের প্রশাসন থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ পদে হিন্দু তথা ভিন্ন ধর্মাবলম্বীরা নিয়োগ প্রাপ্ত…

তারপরও বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ…

কেউ কি বলতে পারেন এরকম আর কতটুকু পথ চললে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশের স্বীকৃতি পাবে?http://3.bp.blogspot.com/-jW4OwsYbx-c/UAbkpcl1NgI/AAAAAAAABnA/YEshlcLI7vw/s280/image016.jpg" />

বিষয়: বিবিধ

৮০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File