ছোট ছোট শিরক থেকে আমাদের সাবধান থাকা উচিত!!

লিখেছেন লিখেছেন শার্লক হোমস ০৯ মে, ২০১৪, ০৬:৫২:৪৫ সন্ধ্যা

মুসলিমরাও এই শিরক গুনাহ করে থাকে নিজেদের অজান্তে।

1. যেমন তাবিজ বা দোয়া ঝুলিয়ে রাখার মাধ্যমে যদি মনের মধ্যে উপলব্ধি সৃষ্টি হয় যে এই দোয়া বা তাবিজ নিরাপত্তা দেবে বা কাজের সাফল্য দেবে তখনই শিরক হয়ে গেল। কোরআনে চুমা দেবার বিষয়টি যদি মনে এমন ধারনা জন্মায় যে এই কোরআন-ই সকল সফলতা দান করবে তখনই শিরক হয়ে যায়।

2. তেমনি কোন মাজারে গিয়ে যদি বলা হয় “হায় খাজা আমাকে এটা দাও ওটা দাও”, তখনই বিষয়টি পুরাপুরি শিরক। খলিফা ওমর (রা একবার হজ্জের সময় যখন তিনি কাবা ঘরের হযরে আসওয়াত পাথরে চুমু দিতে যান তখন তিনি পাথরকে উদ্দেশ্য করে বলেন “তুমি তো নিতান্তই পাথর। আমি তোমাকে চুমু দেবার প্রয়োজন বোধ করতাম না যদি আল্লাহ’র রসুল মোহাম্মদ (দকে চুমু দিতে না দেখতাম। আমি রসুলকে ভালবাসি, আমার রসুলকে তোমাকে চুমু দিতে দেখেছি বলেই আমি তোমাকে চুমু দিলাম”।

3. দোয়া পাঠ করে গাড়ীতে আরোহন করার মধ্যে আল্লাহকে স্মরন করা হয় যা আল্লাহ পছন্দ করেন। কিন্তু গাড়ীতে বা বাড়ীতে দোয়া টানিয়ে রেখে যদি মনে করা হয় এটাই নিরাপত্তা দেবে তা শিরক। কাজেই এই সব ছোট খাট কাজের মাধ্যমে অতিভক্তি করতে গিয়ে অনেক মোমিন মুসলিমরাও অজান্তে শিরক করছি যা থেকে আমাদের বিরত থাকা উচিত।

4. বিশেষ করে কোরআনে চুমু দেবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন মনে না করি যে কোরআনই আমাদের সফলতা দেবে। বরং মনে করা উচিত এটি আল্লাহ প্ররিত আমাদের জন্য হিদায়েত বই, এর বেশী কিছু নয়। কোরআন প্রতিদিন পাঠের মাধ্যমে আল্লাহ’র সান্নিধ্য আসে এবং আল্লাহ তাকে সফলতা দেন। কিন্তু কোরআন পকেটে নিয়ে চলাফেরা করা বা গাড়ীতে ঝুলিয়ে রাখার মধ্যে আল্লাহ’র সান্নিধ্য আসে না।

5. অনেক ব্যবসায়ী দিনের প্রথম আয়ের টাকার উপর চুমু দেন যা বেদায়েত কাজ।

6. আবার রিক্সা শ্রমিক বা গাড়ীর ড্রাইভার দিনের প্রথম গাড়ীতে উঠার সময় স্টিয়ারিং বা চাকাকে ছালাম করে যা শিরক কাজ। এই সব বেদায়াত কাজ থেকে প্রত্যেক মোমিন মুসলিমদের বিরত থাকা উচিত।

* ডাক্তার না আসলে তাকে বাচানো যেত না

* উপরে আল্লাহ নিচে তুমি

* আল্লাহ আর আপনি আমাকে বাচালেন

* কুকুরটা থাকলে আজকে চুরি ঠেকানো যেত

* ঐ ওষুধ না খেলেই পুরো সুস্থ হয়ে যাবে

* আপনি আর আল্লাহ যা চাইবেন তাই হবে

* ড্রাইভারের কারনে বাসটি রক্ষা পেল

* দক্ষ মাঝি না হলে সবাই মারা যেত

* আমি আল্লাহ ও আপনার হেফাজতে আছি

* যেমন সার দিয়েছি তেমন ধান পেয়েছি

* আল্লাহ ও আপনার উপর ভরসা করছি

আসুন আমরা দোয়া কির আল্লাহ যেন এই সব বড় বড় গুনাহ থেকে নিজেদের এবং আমাদের আশে পাশের মানুষদের বিরত থাকার মত চেতনা দান করেন, আমিন।

বিষয়: বিবিধ

১০৬৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219508
০৯ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ধন্যবাদ সতর্ক করার জন্য। মেনে চলার চেষ্টা করবো।
219514
০৯ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২০
নীল জোছনা লিখেছেন : ছোট ছোট শিরকগুলোই একসময় পাহাড় সহ অবস্থায় ধরা দিবে।
219535
০৯ মে ২০১৪ রাত ০৮:০১
আহ জীবন লিখেছেন : ১> উপরে আল্লাহ নিচে তুমি
২> আল্লাহ আর আপনি আমাকে বাচালেন

ধন্যবাদ জ্ঞাপক শিরক।
219536
০৯ মে ২০১৪ রাত ০৮:০৪
আবু বকর সিদ্দিক লিখেছেন : খুব ভালো লাগলো। অনেক কিছু শিখলাম। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File