এইসব কারা করে?

লিখেছেন লিখেছেন শার্লক হোমস ০৮ মে, ২০১৪, ০৫:০৯:১৫ বিকাল

আপনারা হয়তো লক্ষ্য করেছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ফটোশপের সাহায্যে বিভিন্ন বস্তু বা প্রাকৃতিক দৃশ্যে 'আল্লাহু' লিখে আল্লাহর মহিমা বলে প্রচার করা হয় এবং এক শ্রেনীর আবাল প্রজাতীর মুসলিম ওইসব ছবিতে ঝাপিয়ে পড়ে 'সুবাহান আল্লাহ', 'আলহামদুলিল্লাহ' ইত্যাদি ধরনের হাজার হাজার কমেন্ট করে এবং ওই ভুয়া ছবি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিয়ে 'দোজাহানের অশেষ নেকী' হাসিল করে এবং অন্যদের ইমান 'পোক্ত' করতে ইমানী দায়িত্ব পালন করে!

আচ্ছা এইসব করে কারা? তারা কি ইসলামের উন্নতি চায়? যদি তারা মনে করে এইসব দেখিয়ে ইসলামের উন্নতি হবে। তাহলে আমি তাদের বলব এইসব থেকে বিরত থাকুন!!

কেননা এতে তো ইসলামের উন্নতি হবেই না বরং আরো ক্ষতি হবে!

কারন এখন ফটোশপের মাধ্যমে এমন কিছু নেই যা একটি ছবিতে না করা যায়!!!

একটি কথা ভাল করে শুনুন মহান আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য কোন ফটোশপের প্রয়োজন নেই। কেননা পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জীবজন্তু, গাছপালা ইত্যাদি সৃষ্টির মাধ্যমে মহান আল্লাহ তা'য়ালা তার পরিচয় তুলে ধরেছেন। তাই এইসব এইসব মিথ্যা পরিচয় তুলে ধরা একেবারেই ভিত্তিহীন!!!

বিষয়: বিবিধ

১০৩২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219118
০৮ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
শিশির ভেজা ভোর লিখেছেন : এমনি তো পোলাপাইন আল্লাহ, আলহামদুলিল্লাহ, ছুবহানআল্লাহ বলাও ভুলে যাচ্ছে ঐসব ফটোশপের কারণে যদি কেউ এইসব শব্দ উচ্চারণ করে তাহলে তাতে ক্ষতিটা কি বুঝাইয়া বলেন নইলে কিন্তু খবর আছে আপনার বলে দিলাম হু Frustrated
219136
০৮ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
ছিঁচকে চোর লিখেছেন : এদের মাইরা হাতপা গুরাগুরা করন দরকার। Time Out Time Out Time Out

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File