আমি আর আমার একাকীত্ব

লিখেছেন লিখেছেন সামিউল ইসলাম ০৭ মে, ২০১৪, ০৬:৩০:৪২ সন্ধ্যা

আমি আর আমার একাকীত্ব

দুজনে মিলে বেশ আছি।

ষোড়শী কন্যার চাইতেও বেশি রূপবতী আমার একাকীত্ব,

তার হৃদয় শরতের কাশফুলের চাইতেও বেশি শুভ্র ,

বসন্তের নতুন কুড়ির চাইতেও সে বেশি পবিত্র ।

বেশ আছি,

আমি আর আমার একাকীত্ব।

সবকিছু যখন আমায় ছেড়ে দূর বহুদূরে

দূর আকাশের অনুজ্জ্বল নক্ষত্রের মত;

তখন,পরম সোহাগে আপন করে নিয়েছে আমায়

আমার একাকীত্ব ।

বেশ আছি।

বেশ থাকবো।

বিষয়: সাহিত্য

১৭১৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218703
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : বোঝা গেলো আপনি একজন কবি। কারণ কবিদের মুখ থেকে এরকম বৃষ্টির দিনে মন উদাস করা কোপ্তে বের হয়।

তবে কবিতাটা সুন্দর হয়েছে দারুণ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File