৩ বছর পূর্ণ হয়ে ৪ মাস ১৪ দিন গত হয়েছে, ভুলেই ছিলাম!!!
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:২৯:৪৫ রাত
১ম ও ২য় বছর পূর্তি উযযাপন করলেও সে ধারাবাহিকতায় ৩য় বছর পূর্তি উযযাপন করা হল না। শুধু তাই নয়, ইতোমধ্যে ৪ মাসেরও বেশি সময় গত হয়েছে। এমন ভুলে থাকা আমার সাথে অন্তত যায়না! এই দীর্ঘ সময়ে ব্লগে এসেছি অসংখ্যবার, কিছু লেখাও পোস্ট করেছি, কিন্তু সময়টা যে এতো দ্রুত চলে যাবে, তা অকল্পনীয়।
১ম ও ২য় বছরান্তে ব্লগে আমার আগমন, বিচরণ, অন্যদের সহযাত্রী হয়ে আনন্দ হাসি, দুখ-কষ্ট ভাগাভাগি করার বিষয়গুলো নিয়ে বিশেষভাবে লিখে তুলে ধরার চেষ্টা করেছি। সবার অভিন্দন, দোয়া, ভালোবাসায় সিক্ত হয়েছি। ৩য় বারে পূর্তি মিস করাটা মিস করছি দারুণভাবে।
অনেকেই হয়তো বলবেন, বিয়ের পর এমন করে ভুলে থাকা, সুতরাং এর পেছনে কারণটা বিয়েই! বিয়ের পর দায়িত্ব বেড়েছে, বেড়েছে ছাপ, কিন্তু ব্লগে নিয়মিত না হওয়ার কারণ হিসেবে এটাকে দাঁড় করাতে আমি রাজি নই এবং আমার পক্ষে তা করা উচিতও হবেনা।
অনেকেই ব্লগ ত্যাগ করেছে পুরোনা আসেনা বলে। আমার অনিয়মিত সে কারণে নয়। কোনো কারণই যৌক্তিকতার দাবি রাখেনা। তবে উদাসীনতাই……
আমার সহযাত্রীদের একজনও যদি শেষ পর্যন্ত বর্তমান থাকে, অর্থাৎ ব্লগের যবনিকা পর্যন্ত, আমি সেদিনও ব্লগের সঙ্গ দেব, শেষ ব্লগারের সঙ্গী হব।
সক্রিয় অথবা নিষ্ক্রিয়, যে যেভাবে আছেন, আপনাদের সবার প্রতি অনন্তর ভালোবাসা। আর হ্যাঁ, বৈবাহিক জীবনে আলহামদুলিল্লাহ্ ভাল আছি। বিয়ে বিয়ে নিয়ামত, বিয়ের পর কিয়ামত, এই তত্ত্বে আমি বিশ্বাসী নই। প্রতিনিয়ত স্ট্রাগল করে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় আমার রয়েছে। আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ আমাকে কখনই নিরাশ কিংবা হতাশ না হওয়ার তাওফীক দিন।
বিষয়: বিবিধ
১৪৮০ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শেখ ভাই, আপনি এখনো ব্লগে আছেন জেনে খুশি হলাম।
ঠিক বলেছেন হে মহান ভ্রাতা!!!!সালাম জানাই , কেমন আছেন জনাব?
আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আপনি ভালো তো?
তবুও যে আশার চেষ্টা করেন, শুনে ভাল লাগল
আপনাকে ধন্যবাদ।
কিরম আছেন, বাবুর বাবা হইছেন নি?
যা আছে, তা নিয়েই থাকি
মন্তব্য করতে লগইন করুন