তাবাচ্ছুমের আবদারগুলো (আবদার-৩)

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৫ মার্চ, ২০১৭, ০৮:৩৯:৩৬ সকাল

আমাদের অনেক ব্যস্ততা। তবুও শত ব্যস্ততার ভিড়ে বউয়ের জন্য কিছু সময় আলাদা করে রাখলে সম্পর্কের মধুরতা উপলব্দি করা যায়, করানো যায়।

বাড়ি-গাড়ি, স্বর্ণালংকার, হাল ফ্যাশনের আসবাবপত্র, পোশাক আশাক ইত্যাদি নিয়ে তাবাচ্ছুমের অতশত ডিমান্ড নেই। আমার পছন্দই তাঁর পছন্দ, শুকর আলহামদুলিল্লাহ্‌।

কিন্তু তাকে সময় দেওয়ার ব্যাপারে কোনো ছাড় দিতে চায়না। স্বামীর কর্ম ব্যস্ততা যে বুঝেনা তা নয় বরং একটু বেশি ভালোবাসার কাঙ্গাল বলেই এমন।

অনেক স্ত্রী আছে, এমনিতে ভালোই থাকে, স্বামী ঘরে আসলে মহা বিরক্ত হয়ে ওঠে। সেদিক থেকে আমি বেশ আছি। আমিও চাই বউ আমার কাছে বেশি বেশি সময় চাইবে। কেননা বেশি ভালো বাসতে পারলেই বেশি লাগে।

বিকেলের সময়টা মাঝে মাঝে বাইরে না কাটিয়ে বউকে নিয়ে ছাদে চলে যাই। আমার তাবাচ্ছুম এমনিতে বোবা, অথচ একবার কথা শুরু করলে খই ফুটে মুখে। তাঁর বাবা-মা, ভাই-বোনদের নিয়ে কত শত গল্প! মেয়েরা স্বামীর কাছে তাঁর নিজের মানুষের গল্প করে খুব শান্তি পায়। শুনতে সবসময় ভাল লাগেনা, তবুও মুগ্ধ শ্রোতা হয়ে শুনলে খুবই খুশি হয়।

হঠাত কথা থামিয়ে বলে “আমার একটা আবদার আছে, আপনাকে রাখতেই হবে”। জিজ্ঞেস করি কি আবদার। জবাবে বলে, “আমাকে হামদ, না’ত, ইসলামী গানের অডিও অথবা ভিডিও সংগ্রহ করে দেবেন। আমি চাই নোংরা বিনোদনের প্রতি ভালোলাগাকে তুচ্ছ করে ইসলামী গান, কৃষ্টি কালচারে বিনোদন খুঁজে নিতে”।

একটু থেমে আবার বলে, “তার আগে আমাকে কয়েকটি গান শোনান”।

বেসুরা গলায় গাইছি আমি-

‘যদি আমার গান শুনতে মনে চায়, কুরআনের সুর তুমি শুনে নিও।

যদি আমার গান বুঝতে মন চায়, আজানের সুর তুমি শুনে নিও.....................’।

‘আমার জীবন আমার মরণ আমার জিন্দেগী

ইয়া এলাহী কবুল কর আমার বন্দেগী........................’।

‘নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি

বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি

সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ

তোমার মিজানে মেপো না আমায় প্রভূ

গোপনে ক্ষমা করে দিও তুমি........................’।

“মাশা আল্লাহ্‌। আমার কলিজাটা শীতল হয়ে গেছে। এতো সঙ্গীত শুনি, ভালোও লাগে, কিন্তু আপনার মুখ থেকে শুনেই যেন অত্যাধিক তৃপ্তি হই”। গান শেষ করার সাথেই সাথেই তাবাচ্ছুম বলে ওঠে।

ভালোবাসা মাখানো কৃতজ্ঞতার দুটি চোখ দিয়ে তাকিয়ে থাকি বউয়ের দিকে অনেকক্ষণ।

বিষয়: বিবিধ

১১১৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382121
০৫ মার্চ ২০১৭ দুপুর ০১:০১
আব্দুল গাফফার লিখেছেন : বাহ! বাহ! পুরায় রোমান্স। এগিয়ে যান Applause Good Luck
০৫ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৭:০৪
315883
গাজী সালাউদ্দিন লিখেছেন : হা হা হা হা
যা বলেন!!!!
ইনশা আল্লাহ্‌, এগিয়ে যেতে চাই।
382122
০৫ মার্চ ২০১৭ বিকাল ০৫:১৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍⁠⁠⁠⁠ ভালো লাগায় হৃদয় ছুঁইয়ে গেলো। চালিয়ে যান....।
০৫ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৭:০৫
315884
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহু।
শুনে খুব প্রীত হলাম।
ইনশা আল্লাহ্‌ চালিয়ে যেতে চাই।
382129
০৫ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৭:৪৯
সন্ধাতারা লিখেছেন : Salam. Nice expression! How far the real story....
০৫ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৭:৫২
315890
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম
সুন্দর মূল্যায়নের জন্য শুকরিয়া।
খুব বেশি দূরে নয়..............
382136
০৬ মার্চ ২০১৭ সকাল ১০:১৪
দ্য স্লেভ লিখেছেন : দারুন ,,চলছে চলুক
০৬ মার্চ ২০১৭ সকাল ১১:০৮
315910
গাজী সালাউদ্দিন লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌
ইনশা আল্লাহ্‌ চালিয়ে যেতে চাই।
382146
০৭ মার্চ ২০১৭ রাত ০৮:২৩
হতভাগা লিখেছেন :
বিকেলের সময়টা মাঝে মাঝে বাইরে না কাটিয়ে বউকে নিয়ে ছাদে চলে যাই।


০ অফিস থেকে বাসায় ফিরেন কখন?
০৯ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৬:৫৩
315931
গাজী সালাউদ্দিন লিখেছেন : বিকেল বলতে আপনি ঘড়ির কাটায় ৪ বা ৫ টা যদি বুঝে থাকেন, তাহলে সম্ভব না। আর যদি সন্ধার সময়টাকেও বুঝে নেন, তাহলে অসম্ভব কি!
০৯ মার্চ ২০১৭ রাত ০৯:০৫
315944
হতভাগা লিখেছেন : অফিস সাধারনত ৬ টায় ছুটি হয় এবং বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে যায় যতই বউ পাগলা হোক না কেন ।

382214
১৩ মার্চ ২০১৭ রাত ০৮:০৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ‘যদি আমার গান শুনতে মনে চায়, কুরআনের সুর তুমি শুনে নিও।
এই গানটা আমার অনেক প্রিয়। আপনার লিখাটা পড়ে আমার স্ত্রীকে নিয়েও কিছু লিখতে খুব ইচ্ছে করতেছে। খুব ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, ইনশাআল্লাহ দেখি...
১৪ মার্চ ২০১৭ রাত ০১:১৯
315975
গাজী সালাউদ্দিন লিখেছেন : শুনে ভালো লাগল, আমার যা প্রিয় আপনারও তাই প্রিয়।
লিখে ফেলেন। যত পারেন লিখবেন। তাতে যদি ভালো সামান্যও বেড়ে যায়, তাতেই বা কম কিসে।
383158
২৭ মে ২০১৭ সন্ধ্যা ০৬:৫৯
ক্রুসেড বিজেতা লিখেছেন : শুভ কামনা।
২৯ মে ২০১৭ দুপুর ১২:০৭
316450
গাজী সালাউদ্দিন লিখেছেন : শুকরিয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File