“আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। স্বৈরাচারীর ফাঁসির কাষ্ঠে ঝুলে আনন্দের সাথে জান্নাতে যেতে প্রস্তুত। দিন আমায় ফাঁসি!”
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৩ জানুয়ারি, ২০১৭, ০৫:২৩:০৭ বিকাল
ইসলামী জাগরণের পথিকৃত, সুবিখ্যাত ইসলামী স্কলার বদিউজ্জামান সাঈদ নূরসীর সংগ্রামী জীবনের উপর নির্মিত মুভি ‘বদিউজ্জামান সাঈদ নুরসী’র অনুবাদের কাজ করতে গিয়ে কয়েকটি সংলাপ অন্তরকে ভীষণভাবে নাড়া দিয়েছে, করেছে উদ্দীপ্ত, খুঁজে পেয়েছি প্রেরণা, চাঙ্গা হয়েছে আমার ইসলামী চেতনা। তাই সেগুলো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না।
“হে আল্লাহ্, যে আপনাকে জানে, কারাগারও তাঁর কাছে অট্টালিকা মনে হয়”।
“হে আল্লাহ্, যে আপনাকে জানে না, অট্টালিকাও তাঁর কাছে কারাগার মনে হয়”।
“যদি মাথার চুলের সমপরিমাণ মাথা আমার থাকত, এবং প্রতিদিন এক এক করে তাদের শিরচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হত, সম্ভবত সবাই ইসলামের জন্য নিজেদের উৎসর্গ করত”।
“আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। স্বৈরাচারীর ফাঁসির কাষ্ঠে ঝুলে আনন্দের সাথে জান্নাতে যেতে প্রস্তুত। দিন আমায় ফাঁসি!”
আর হ্যাঁ, আগামী মাসেই হয়ত মুভিটি বাংলা সাবটাইটেল সহকারে প্রকাশ হবে। দেখার আগাম আমন্ত্রণ রইল।
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাদের অপেক্ষার অবসান যেন শিগগিরই করতে পারি
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই
ইউটিউবে রিলিজ হবে।
আর ওমর সিরিজগুলো দেওয়ার প্রক্রিয়া চলছে
মন্তব্য করতে লগইন করুন