রোগে শোকে পরীক্ষা আগেই আল্লাহ আমায় তুলে নিক
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১৪ জানুয়ারি, ২০১৭, ০৫:৩৩:৪৭ বিকাল
রোগাগ্রস্থ হয়ে তীব্র কষ্ট সহ তার পেছনে টাকা ঢালতে ঢালতে সর্বশান্ত হয়ে যাওয়া দেখে খোদার কাছে মিনতি, এমন অবস্থায় পড়ার আমায় আগেই তুলে নিক।
কিছু অসুখ, দুর্ঘটনা, মৃত্যু অথবা অকাল মৃত্যু দারুণভাবে ভাবিয়ে তুলছে। যদি এখনই মরে যাই, জান্নাত নাকি জাহান্নাম, কোন স্থান হবে আমার, এই ভয় তাড়া করে বেড়ায় প্রতিনিয়ত।
কিডনী রোগে বোনের শ্বাশুরী মারা যায়। কাড়ি কাড়ি টাকা ঔষধ হাসপাতালে ঢালার পরেও চলে গেলেন একমুখী গন্তব্যে।
উনার ভাতিজাও মারা যান কিডনী রোগে। বয়স আনুমানিক ৫০। কিডনী রোগীর ‘লাইফ সাপোর্ট’ খ্যাত সপ্তাহে দুইবার ‘ডায়ালাইসিস’ করিয়েও আল্লাহর দেওয়া নির্ধারিত সময়ের এক মুহুর্ত বেশি বাঁচিয়ে রাখতে পারেন নি।
জেঠাতো বোন। স্বামী-সন্তান-সংসার নিয়ে দিনাতিপাত করছিলেন, কিন্তু আচমকাই চোখ দু’টি নষ্ট হয়ে যায়।
মামা। কিডনী রোগে আক্রান্ত হয়ে এখন বড্ড একা হয়ে ডাক্তার হাসপাতাল করেও বেঁচে থাকার ব্যাপারে ভরসা রাখতে পারছেন না। আর ডায়ালাইসিস এমন এক অদ্ভূত চিকিৎসা, অঢেল টাকা ঢেলেও ডাক্তারের কাছে এই সম্ভাবনার কথা শোনা যায় না যে, রোগী নির্দিষ্ট একটা সময়ের পর সুস্থ হয়ে যেতে পারে। অর্থাৎ যা আমৃত্যু করেই যেতে হবে।
পাঠক, এইসব খুব দুর্বল করে দেয়। তখন দুনিয়ার চাক চিক্যে খুব বিতৃষ্ণা জাগে।
হাজারো স্বপ্নকে ভেঙ্গে খান খান করে এমন সব ভয়ানক অসুখ, দুর্ঘটনা, মৃত্যুর ঘটনা ঘটার পরেও যখন আমাদের মন আল্লাহর ভয়ে ভীত হয়না, তখন বিস্ময়ের সীমা থাকেনা!
আসুন একটু ভাবি, ভাবা উচিৎ। নয়ত মন মরে যাবে। আল্লাহ সবাইকে ভাবার তাওফীক দিন।
বিষয়: বিবিধ
১২৮৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার ধন্যবাদ স্বানন্দে গ্রহণ করলাম।
আল্লাহ সবাইকে এই চির সত্যটি বুঝার তাওফীক দান করুন
ধন্যবাদ আপনাকে
আপনাকেও ধন্যবাদ ভাই
মন্তব্য করতে লগইন করুন