রোগে শোকে পরীক্ষা আগেই আল্লাহ আমায় তুলে নিক

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১৪ জানুয়ারি, ২০১৭, ০৫:৩৩:৪৭ বিকাল

রোগাগ্রস্থ হয়ে তীব্র কষ্ট সহ তার পেছনে টাকা ঢালতে ঢালতে সর্বশান্ত হয়ে যাওয়া দেখে খোদার কাছে মিনতি, এমন অবস্থায় পড়ার আমায় আগেই তুলে নিক।

কিছু অসুখ, দুর্ঘটনা, মৃত্যু অথবা অকাল মৃত্যু দারুণভাবে ভাবিয়ে তুলছে। যদি এখনই মরে যাই, জান্নাত নাকি জাহান্নাম, কোন স্থান হবে আমার, এই ভয় তাড়া করে বেড়ায় প্রতিনিয়ত।

কিডনী রোগে বোনের শ্বাশুরী মারা যায়। কাড়ি কাড়ি টাকা ঔষধ হাসপাতালে ঢালার পরেও চলে গেলেন একমুখী গন্তব্যে।

উনার ভাতিজাও মারা যান কিডনী রোগে। বয়স আনুমানিক ৫০। কিডনী রোগীর ‘লাইফ সাপোর্ট’ খ্যাত সপ্তাহে দুইবার ‘ডায়ালাইসিস’ করিয়েও আল্লাহর দেওয়া নির্ধারিত সময়ের এক মুহুর্ত বেশি বাঁচিয়ে রাখতে পারেন নি।

জেঠাতো বোন। স্বামী-সন্তান-সংসার নিয়ে দিনাতিপাত করছিলেন, কিন্তু আচমকাই চোখ দু’টি নষ্ট হয়ে যায়।

মামা। কিডনী রোগে আক্রান্ত হয়ে এখন বড্ড একা হয়ে ডাক্তার হাসপাতাল করেও বেঁচে থাকার ব্যাপারে ভরসা রাখতে পারছেন না। আর ডায়ালাইসিস এমন এক অদ্ভূত চিকিৎসা, অঢেল টাকা ঢেলেও ডাক্তারের কাছে এই সম্ভাবনার কথা শোনা যায় না যে, রোগী নির্দিষ্ট একটা সময়ের পর সুস্থ হয়ে যেতে পারে। অর্থাৎ যা আমৃত্যু করেই যেতে হবে।

পাঠক, এইসব খুব দুর্বল করে দেয়। তখন দুনিয়ার চাক চিক্যে খুব বিতৃষ্ণা জাগে।

হাজারো স্বপ্নকে ভেঙ্গে খান খান করে এমন সব ভয়ানক অসুখ, দুর্ঘটনা, মৃত্যুর ঘটনা ঘটার পরেও যখন আমাদের মন আল্লাহর ভয়ে ভীত হয়না, তখন বিস্ময়ের সীমা থাকেনা!

আসুন একটু ভাবি, ভাবা উচিৎ। নয়ত মন মরে যাবে। আল্লাহ সবাইকে ভাবার তাওফীক দিন।

বিষয়: বিবিধ

১২৮৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381286
১৪ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:১৫
কুয়েত থেকে লিখেছেন : সুস্থতাই মহান আল্লাহর বড় নেয়ামত যারা সুস্থ আছেন তারা তা কমই উপলব্দী করেন। যারা রুগী তারা তা হারে হারে উপলব্দী করে সুস্থতা কতবড় অাল্লাহর নেয়ামত। অাল্লাহ আমাদের কে সুস্থ রাখুন আমিন আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১৮ জানুয়ারি ২০১৭ বিকাল ০৫:১৯
315381
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমীঙ আমীন ছুম্মা আমীন
আপনার ধন্যবাদ স্বানন্দে গ্রহণ করলাম।
381293
১৫ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:৩৫
হতভাগা লিখেছেন : আল্লাহ সবাইকে সুস্থ ও সহী সালামতে রাখুন - আমিন
১৮ জানুয়ারি ২০১৭ বিকাল ০৫:২০
315383
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমীন আমীন আমীন
381299
১৫ জানুয়ারি ২০১৭ বিকাল ০৫:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দির্ঘ অসুস্থতা থেকে আল্লাহযেন সবাইকে রক্ষা করেন।
১৮ জানুয়ারি ২০১৭ বিকাল ০৫:১৯
315382
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমীন আমীন আমীন
381307
১৬ জানুয়ারি ২০১৭ রাত ০৯:৩৭
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ রহম করুন, তিনি সাথে থাকলে আর কিছুই প্রয়োজন নেই। আর পৃথিবী নিছক এক তুচ্ছ স্থান
১৮ জানুয়ারি ২০১৭ বিকাল ০৫:২০
315384
গাজী সালাউদ্দিন লিখেছেন : যথার্থই বলেছেন।
আল্লাহ সবাইকে এই চির সত্যটি বুঝার তাওফীক দান করুন
381397
২৩ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:৩৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আল্লাহ সবাইকে হেফাজত করুক, রহম করুক এই দোয়াই করি।
ধন্যবাদ আপনাকে
২৬ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:৪৯
315461
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমীন আমীন
আপনাকেও ধন্যবাদ ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File