Roseআলহামদুলিল্লাহ্‌। আমার অনুবাদকৃত ওমর সিরিজের ৯ম, ১০ম, ২৯তম পর্বের পর সর্বশেষ ৩০তম পর্ব বাংলা সাবটাইটেল আকারে প্রকাশ হয়েছে (ভিডিওসহ পোস্ট) Rose

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৮ ডিসেম্বর, ২০১৬, ০৬:৪৬:৫৩ সকাল



আলহামদুলিল্লাহ্‌।

হযরত ওমর (রাঃ) এর জীবনী নিয়ে নির্মিত ওমর সিরিজের বাংলা সাবটাইটেলের সফলভাবেই সম্পন্ন হয়েছে। সিরিজটিতে আছে মোট ৩০ টি পর্ব। আর সবগুলো পর্বই সাবটাইটেলসহ প্রকাশ হয়েছে। এই উত্তম প্রচেষ্টার পেছনে যেসকল ভাই দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তাঁদের উত্তম প্রতিদানে ধন্য করুন। আর আমিও ৩০তম পর্বের অনুবাদের কাজটি করার পর তার প্রকাশ দেখে কৃতজ্ঞতায় আল্লাহ্‌র নিকট মাথা নত করেছি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কারও সামান্যতম উপকারে আসে, তবেই আমার কষ্ট স্বার্থক। উল্লেখ্য, ৯ম, ১০ম ও ২৯তম পর্বের অনুবাদও আমি করেছি। এই পর্বটি, অর্থাৎ সর্বশেষ পর্বটি দেখুন, এবং বন্ধু-বান্ধব, প্রিয়জনদের মাঝে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন।

উমার সিরিজ বাংলা সাবটাইটেলসহ পর্ব-৩০: পার্ট ০১



উমার সিরিজ বাংলা সাবটাইটেলসহ পর্ব-৩০: পার্ট ০২



উমার সিরিজ বাংলা সাবটাইটেলসহ পর্ব-৩০: পার্ট-৩ (শেষ)



বিষয়: বিবিধ

১৭৩৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380971
২৮ ডিসেম্বর ২০১৬ সকাল ০৮:৫৯
হতভাগা লিখেছেন : এই সিরিজ কোন চ্যানেলে দেখাবে ? যেভাবে শিল্পীরা ডাবিং সিরিয়ালের বিরুদ্ধে আন্দোলন করছে তাতে কি এই সিরিয়ালটি আলোর মুখ দেখবে ?
২৮ ডিসেম্বর ২০১৬ রাত ১০:৫৪
315205
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপাতত কোনো চ্যানেলে যাচ্ছেনা কেননা তা এখনও মার্কেটিংয়ে যায়নি।
দীপ্ত টিভির ডাবিং করা সুলেমান নিয়ে প্রশ্ন তোলা খুবই যৌক্তিক, অন্তত আমি তাই মনে করি।
আলোর মুখ দেখুক বা না দেখুক কাজতো চালিয়ে যেতেই হবে।
২৯ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:২৭
315221
হতভাগা লিখেছেন : প্রশ্ন কেন টিপু সুলতান , আলিফ লায়লার সময় তোলা হল না ১৯৯৩-১৯৯৯ এই সময়গুলোতে ? সে সময়ে তুললে যৌক্তিক হত না !
380977
২৮ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:৫৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : গাজী সালাহ উদ্দিন ভাই
চমতকার এবং মহত কাজ করেছেন
জাযাকাল্লাহ খায়ের
২৮ ডিসেম্বর ২০১৬ রাত ১০:৫৫
315206
গাজী সালাউদ্দিন লিখেছেন : শুকরিয়া জনাব।
আপনার মন্তব্য পড়ে খুবই প্রীত হলাম
জাযাকাল্লাহু খাইর
380981
২৮ ডিসেম্বর ২০১৬ দুপুর ১২:৫৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনার সুন্দর উদ্যোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন। আপনার লক্ষ্য সফল হোক। যদিও হতভাগা কিছুটা সন্দেহ পোষণ করেছেন। তারপরও সম্ভাবনা আছে বিপুল।
২৮ ডিসেম্বর ২০১৬ রাত ১০:৫৭
315207
গাজী সালাউদ্দিন লিখেছেন : উদ্যোগ আমার নয়, কিছু দ্বিনী ভাইয়ের। আমি তাদের সহযোগী মাত্র।
হতভাগা উনার স্বভাব সুলভ সন্দেহ, আশা নিরাশার কথা বলবেই
অনেক দিন পর আপনার আগমন শুকরিয়া
380983
২৮ ডিসেম্বর ২০১৬ দুপুর ০৩:৫৩
আনিসুর রহমান লিখেছেন : Alhum6dullilla, great job.
২৮ ডিসেম্বর ২০১৬ রাত ১০:৫৮
315208
গাজী সালাউদ্দিন লিখেছেন : জী, আলহামদুলিল্লাহ্‌
শুকরিয়া জনাব
380985
২৮ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৫:০২
কুয়েত থেকে লিখেছেন : আপনার গুরুত্বপূর্ন উদ্যোগের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অসংখ্য মোবারকবাদ ও অভিনন্দন। আপনার উদ্যোগ সফল হোক এবং সার্থক হোক দোয়া করছি আল্লাহ যেন আপনাকে সফল করেন অনেক ভালো লাগলো ধন্যবাদ
২৮ ডিসেম্বর ২০১৬ রাত ১০:৫৯
315209
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার ধন্যবাদ, মোবারকবাদ স্বানন্দে গ্রহণ করলাম
আমীন আমীন আমীন
380988
২৮ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অসংখ্য ধন্যবাদ।
২৮ ডিসেম্বর ২০১৬ রাত ১১:০০
315210
গাজী সালাউদ্দিন লিখেছেন : শুকরিয়া শুকরিয়া
381403
২৩ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:৫৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, প্রিয় আবিঐত্তা ভাই কেমন আছেন?
আমি সবগুলো পরব দেখতে চাই, আমাকে ১ম পরব থেকে শেষ পরযনত ইউটিবের লিংকটা দিবেন প্লিজ।
জাজাকাল্লাহ খায়ের।
২৬ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:৫২
315462
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম
আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি, হে বিবাহিত যুবক।
ইউটিউবে এখনও দেওয়া হয়নি। তবে লিংক দিতে পারব, একটু সময় নিয়ে দিতে হবে।
আমার একটা লেখায় সম্ভবত ১ম ১০ টি পর্ব দেওয়া আছে লিংক সহকারে
জাযাকাল্লাহু খাইর
381472
২৫ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:৩৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জাযাকাল্লাহ! চালিয়ে যেতে হবে-একদিন কাজে আসবে নিশ্চয়ই!...ধন্যবাদ প্রিয়।
২৬ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:৫২
315463
গাজী সালাউদ্দিন লিখেছেন : জাযাকাল্লাহু খাইর
আমিও তাই বিশ্বাস করি
আপনাকেও ধন্যবাদ প্রিয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File