আলহামদুলিল্লাহ্। আমার অনুবাদকৃত ওমর সিরিজের ৯ম, ১০ম, ২৯তম পর্বের পর সর্বশেষ ৩০তম পর্ব বাংলা সাবটাইটেল আকারে প্রকাশ হয়েছে (ভিডিওসহ পোস্ট)
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৮ ডিসেম্বর, ২০১৬, ০৬:৪৬:৫৩ সকাল
আলহামদুলিল্লাহ্।
হযরত ওমর (রাঃ) এর জীবনী নিয়ে নির্মিত ওমর সিরিজের বাংলা সাবটাইটেলের সফলভাবেই সম্পন্ন হয়েছে। সিরিজটিতে আছে মোট ৩০ টি পর্ব। আর সবগুলো পর্বই সাবটাইটেলসহ প্রকাশ হয়েছে। এই উত্তম প্রচেষ্টার পেছনে যেসকল ভাই দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তাঁদের উত্তম প্রতিদানে ধন্য করুন। আর আমিও ৩০তম পর্বের অনুবাদের কাজটি করার পর তার প্রকাশ দেখে কৃতজ্ঞতায় আল্লাহ্র নিকট মাথা নত করেছি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কারও সামান্যতম উপকারে আসে, তবেই আমার কষ্ট স্বার্থক। উল্লেখ্য, ৯ম, ১০ম ও ২৯তম পর্বের অনুবাদও আমি করেছি। এই পর্বটি, অর্থাৎ সর্বশেষ পর্বটি দেখুন, এবং বন্ধু-বান্ধব, প্রিয়জনদের মাঝে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন।
উমার সিরিজ বাংলা সাবটাইটেলসহ পর্ব-৩০: পার্ট ০১
উমার সিরিজ বাংলা সাবটাইটেলসহ পর্ব-৩০: পার্ট ০২
উমার সিরিজ বাংলা সাবটাইটেলসহ পর্ব-৩০: পার্ট-৩ (শেষ)
বিষয়: বিবিধ
১৭৩৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দীপ্ত টিভির ডাবিং করা সুলেমান নিয়ে প্রশ্ন তোলা খুবই যৌক্তিক, অন্তত আমি তাই মনে করি।
আলোর মুখ দেখুক বা না দেখুক কাজতো চালিয়ে যেতেই হবে।
চমতকার এবং মহত কাজ করেছেন
জাযাকাল্লাহ খায়ের
আপনার মন্তব্য পড়ে খুবই প্রীত হলাম
জাযাকাল্লাহু খাইর
হতভাগা উনার স্বভাব সুলভ সন্দেহ, আশা নিরাশার কথা বলবেই
অনেক দিন পর আপনার আগমন শুকরিয়া
শুকরিয়া জনাব
আমীন আমীন আমীন
আমি সবগুলো পরব দেখতে চাই, আমাকে ১ম পরব থেকে শেষ পরযনত ইউটিবের লিংকটা দিবেন প্লিজ।
জাজাকাল্লাহ খায়ের।
আলহামদুলিল্লাহ্ ভাল আছি, হে বিবাহিত যুবক।
ইউটিউবে এখনও দেওয়া হয়নি। তবে লিংক দিতে পারব, একটু সময় নিয়ে দিতে হবে।
আমার একটা লেখায় সম্ভবত ১ম ১০ টি পর্ব দেওয়া আছে লিংক সহকারে
জাযাকাল্লাহু খাইর
আমিও তাই বিশ্বাস করি
আপনাকেও ধন্যবাদ প্রিয়
মন্তব্য করতে লগইন করুন