মুসলিম বোনটি চাকুরী ছেড়ে দিলেন, তবুও পুরুষ সহকর্মীর সাথে হেন্ডশেইক করেননি

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৫৫:১৬ বিকাল



সুইডেনের মুসলিম বোন ফেরদৌস ই সাকা নন ইসলামিক কালচারের সাথে আপোষ না করে চরম সাহসিকতার পরিচয় দিয়েছেন। অফিস থেকে তাকে বলা হয়, পুরুষ সহকর্মীদের সাথে তাকে হেন্ডশেইক করতেই হবে, তিনি এতে অপারগতা প্রকাশ করে চাকুরিটাই ছেড়ে দিলেন।

ফেরদৌস সাকা গত আগস্ট মাস থেকে কুনসকাপস্কুলান স্কুলে শিক্ষক হিসেবে স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন পুরুষ সহকর্মীর সাথে হেন্ডশেইক করতে আপত্তি জানান এবং হেন্ডশেইকের পরিবর্তে নিজের বুকে হাত রেখে অভিবাদন জানান।

তার এমন আপত্তির প্রেক্ষিতে স্কুল প্রধান লিদিজা মংচিমিয়ার তাকে সাফ জানিয়ে দেন, এখানে কাজ চালিয়ে যেতে চাইলে স্কুলের মূলনীতি মেনে চলতে হবে। স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে তিনি আরও বলেন, আমাদের স্কুল নারী পুরুষের মাঝে পার্থক্য করেনা অথবা সবার জন্য অভিন্ন রীতি নীতিতে বিশ্বাস করে।

এদিকে মিসেস সাকা সংবাদ মাধ্যমটিকে জানান, 'পুরুষ সহকর্মীর সাথে হেন্ডশেইক না করায় প্রথমবারের মত কেউ আমার বিরুদ্ধে অভিযোগ করল'।

"আমি নিজেও এখানকার স্টুডেন্ট ছিলাম বলে এটা আমার জন্য এটি বিশেষ স্কুল. আমি মনে করি না সেখানে আবার ফিরে যাবো অথবা যাওয়ার সুযোগ আছে"।

স্কুল প্রধান তাকে হেন্ডশেইক করতে বাধ্য করার কথা অস্বীকার করে বলেন, স্কুল কর্তৃপক্ষ তার মূলনীতি গুলো শুধু ব্যাখ্যা করেছে আর স্মরণ করিয়ে দিয়েছে।

এর আগে দেশটিতে এক নারী সাংবাদিকের সাথে হেন্ডশেইক না করার অপরাধে সিটি কাউন্সিলরের পদ থেকে অব্যাহতি নিতে বাধ্য করা হয় ইয়াসরি খানকে।

গ্রীন পার্টি নেতা ইয়াসরি খান বলেন, বিপরীত লিঙ্গের কারও সাথে হেন্ডশেইক করা খুব ঘনিষ্ঠ বিষয় (ইসলামী রীতি বহির্ভূত), তাই তিনি হেন্ডশেইকের পরিবর্তে বুকে হাত রেখে অভিবাদন জানান।

হেন্ডশেইক নিয়ে বিতর্কে যুক্ত হলেন সুইডেনের প্রধানমন্ত্রীও. তিনি বলেন, "সুইডেনে পুরুষ নারী উভয়ের সাথেই তোমরা হেন্ডশেইক কর"।

এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। ইসলামী রীতি নীতির সাথে সাংঘর্ষিক, এমন অস্বস্তিকর পরিস্থিতির শিকার প্রায়ই হয়ে থাকেন পশ্চিমা দেশে বসবাসকারী মুসলিম ভাই বোনেরা। তবুও যারা নানান চাপ, হয়রানি, ধর্মান্ধ উপাধি পাওয়ার শংকা, চাকুরি চলে যাওয়ার আশংকা ইত্যাদি উপেক্ষা করে ইসলামের আবশ্যিক রীতি নীতির সাথে আপোষ করেন না, অথবা বুঝানোর চেষ্টা করেন বিষয়টি ইসলাম সাপোর্ট করেনা অথবা নিয়ে থাকেন ফেরদৌস ই সাকার মত সাহসী সিদ্ধান্ত, তাদের জানাই সশ্রদ্ধ সালাম ও দোয়া।

তথ্য সূত্র: যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম 'THE INDEPENDENT' অনুবাদ- গাজী সালাউদ্দিন

বিষয়: বিবিধ

১১৭৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377899
২৪ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:১২
হতভাগা লিখেছেন : তবুও ঐ দেশ ছাড়বে না
২৪ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:১৬
313199
গাজী সালাউদ্দিন লিখেছেন : মন্দ বলেন নি।
377901
২৪ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এমন অবস্থা তো এখন এই দেশেও হয়ে গেছে!!!
২৪ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:২৬
313204
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঠিক বলেছেন।
তবে সেইসব দেশে হলে মানা যায়, কিন্তু আমাদের দেশে হলে মেনে নেওয়া সত্যিই কঠিন। আল্লাহ্‌ সবাইকে হেদায়াত দান করুন
377909
২৫ সেপ্টেম্বর ২০১৬ রাত ১২:৪৯
মনসুর আহামেদ লিখেছেন : কত বাঙ্গালীর ছেলে মেয়ে, কখনো সাদা,
কখনো কালোর সাথে থাকছে। ওদের কাছে
ধর্ম বড় নয়। বড় হলো মানবতা!!! কনভারটেট সিসটার ও কনজারভেটিভ।
২৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৬:৪৫
313212
গাজী সালাউদ্দিন লিখেছেন : মানবতা ধর্মের বাইরের কিছু নয়। ধর্মের মধ্যে দুইচারটা নিষ্ঠুর ঘটনা ঘটতে দেখে ধর্মকে ভালো করে অধ্যয়ন না করে মানবতার নামে আলাদা প্লাটফর্ম গড়ে তোলা বুদ্ধিমানের কাজ নয়
২৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:০৪
313224
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মানবতার ভিত্তিই তো ধর্ম। মানবতাবাদীদের তথাকথিত মানবতাও তো আবার দেখি ধর্মবিদ্বেষী মানুষ কেন্দ্রীক। অন্য ধর্মের মানুষেরা যেমন নিজ নিজ ধর্মের মানুষের মাঝে ভ্রাতৃত্বের কথা বললেও তার ধর্মের বাইরের লোকদের প্রতি চরম ঘৃণা ও বিদ্বেষ ছড়ায়, মানবতাবাদীরাও একই চরিত্রের।
২৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:৩৩
313227
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঘুমের সাথে শতভাগ সহমত
377923
২৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৫৪
আফরা লিখেছেন : এরকম পরিস্তিতে অনেক পরেছি এড়িয়ে গিয়ে অনেক ব্যাঙ্গাতক কথা শুনেছি তবে বড় ধরনের কোন সমস্যায় পরেনি ।
২৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:৩৫
313228
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই ব্যাঙ্গাতক কথা শুনেও অনৈসলামিক কালচারের সাথে মিশে যাওয়া থেকে বিরত থাকার যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তার জন্য নিশ্চয় উত্তম জাযা পাবেন।
377928
২৫ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:১৬
সন্ধাতারা লিখেছেন : Highlighted true issues!!
২৫ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:৪২
313231
গাজী সালাউদ্দিন লিখেছেন : শুকরিয়া আপা
377950
২৫ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৩৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আল্লাহ উনাকে উত্তম জাযাহ ও উত্তম রিজিক দান করুন। আমীন।
২৫ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৪৪
313245
গাজী সালাউদ্দিন লিখেছেন : ছুম্মা আমীন
379042
২৫ অক্টোবর ২০১৬ দুপুর ০২:০৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : যারা নানান চাপ, হয়রানি, ধর্মান্ধ উপাধি পাওয়ার শংকা, চাকুরি চলে যাওয়ার আশংকা ইত্যাদি উপেক্ষা করে ইসলামের আবশ্যিক রীতি নীতির সাথে আপোষ করেন না, অথবা বুঝানোর চেষ্টা করেন বিষয়টি ইসলাম সাপোর্ট করেনা অথবা নিয়ে থাকেন ফেরদৌস ই সাকার মত সাহসী সিদ্ধান্ত, তাদের জানাই সশ্রদ্ধ সালাম ও দোয়া।
ধন্যবাদ আপনাকে
২৫ অক্টোবর ২০১৬ রাত ০৯:৫২
313938
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার কথাগুলোই আপনার কথা জেনে খুব প্রীত হলাম।
আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File